Advertisment

হড়পা বানে তলিয়ে গেল ১৯ জন, মর্মান্তিক ঘটনা কেদারনাথে

ভারী বৃষ্টি এবং ভুমধসে ত্রাণ ও উদ্ধার কার্য ব্যাহত হচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
uttarakhand flashfloods, gaurikund 12 missing, uttarakhand rains, indian express

হড়পা বানে উত্তরাখণ্ডে নিখোঁজ ১৯ জন। জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে প্রবল বর্ষণের জেরে গৌরীকুন্ডের কাছে হড়পা বানে তিনটি দোকান ভেসে যাওয়ায় নিখোঁজ হয়েছেন ১৯ জন। শুক্রবার কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত থেকে চলে নাগাড়ে বৃষ্টি। প্রবল বৃষ্টির ও হড়পা বানে গৌরীকুন্ডের কাছে ভেসে যায় তিনটি দোকান। ঘটনায় নিখোঁজ হয়েছে ১৯ জন। তাঁদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

Advertisment

ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) এবং স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ) ত্রাণ ও উদ্ধার অভিযান শুরু করলেও এখনও পর্যন্ত কাউকে খুঁজে পাওয়া যায়নি, সার্কেল অফিসার বিমল রাওয়াত ঘটনাস্থল থেকে সংবাদ সংস্থা পিটিআইকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ভারী বৃষ্টি এবং ভুমধসে ত্রাণ ও উদ্ধার কার্য ব্যাহত হচ্ছে।

নিখোঁজরা হলেন বিনোদ (২৬), মুলায়ম (২৫), আশু (২৩), প্রিয়াংশু চামোলা (১৮), রণবীর সিং (২৮), অমর বোহরা, তাঁর স্ত্রী অনিতা বোহরা, তাঁদের মেয়েরা, রাধিকা বোহরা ও পিংকি বোহরা সহ আরও অনেকেই।

Flash Flood Uttarakhand
Advertisment