Advertisment

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস, ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু ২৫ জন যাত্রীর

রাতভর উদ্ধারকাজ চালিয়ে ২১ জনকে উদ্ধার করা সম্ভব হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
uttarakhand bus falls gorge, bus falls into gorge, uttarakhand bus accident, pauri bus accident, pauri garhwal bus accident, 25 dead uttarakhand accident, uttarakhand news, indian express news

যাত্রীবোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে পড়ল খাদে।

ফের ভয়াবহ দুর্ঘটনা উত্তরাখণ্ডে। যাত্রীবোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে পড়ল খাদে। বাসে ছিলেন ৪৫-৫০ জন যাত্রী। সবাই বিয়ে বাড়িতে আমন্ত্রিত ছিলেন। মঙ্গলবার সন্ধেয় পাউরি জেলার বিরনখাল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনায় ২৫ জনের মৃত্যু হয়েছে।

Advertisment

বিপর্যয় মোকাবিলা কন্ট্রোল রুমের খবর অনুযায়ী, বিরনখালের একটি গ্রামে যাচ্ছিল বাসটি। লালঢাঙ থেকে আসছিল সেটি। সিমরি বাঁকের কাছে রাত ৮টা নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ৫০০ মিটার গভীর খাদে পড়ে যায়।

খবর পেয়ে সেখানে যান পুলিশ-প্রশাসনের আধিকারিকরা। দ্রুত উদ্ধারকাজ শুরু করে এসডিআরএফ টিম। রাতভর উদ্ধারকাজ চালিয়ে ২১ জনকে উদ্ধার করা সম্ভব হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন লাঠিসোটা নিয়ে গরবার মঞ্চে হামলা বজরং দলের, বাউন্সারদের বেধড়ক মারধর

মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বিপর্যয় মোকাবিলা কন্ট্রোল রুমে গিয়ে পরিস্থিতি তদারকি করেন। উদ্ধারকাজ খতিয়ে দেখেন কন্ট্রোল রুম থেকে। তিনি জানিয়েছেন, "দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। আমি আধিকারিকদের সঙ্গে কথা বলেছি। প্রশাসন সবরকম সহায়তা করছে। স্থানীয়রাও উদ্ধারকাজে হাত লাগিয়েছেন। উদ্ধারকারী দল সবরকম প্রচেষ্টা করছে। ঈশ্বরের কাছে সবার সুস্থতা কামনা করছি।"

bus accident Uttarakhand
Advertisment