উত্তরাখণ্ড বিজেপি-র সাধারণ সম্পাদক সঞ্জয় কুমারকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হল। তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন পার্টির এক মহিলা কর্মী। সংবাদ সংস্থা এএনআই এ খবর জানিয়েছে।
সঞ্জয় কুমারের বিরুদ্ধে অভিযোগ, তিনি বলবীর রোডে অবস্থিত পার্টির সদর দফতরে ওই মহিলাকে নিগ্রহ করেন, তাঁকে অশ্লীল মেসেজ পাঠান এবং চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ওই মহিলাকে প্রতারণা করেন। নিগৃহীতা মহিলা বিষয়টি নিয়ে উত্তরাখণ্ড বিজেপি-র অন্যান্য পদাধিকারীদের কাছে নালিশ জানালে বিষয়টি জানাজানি হয়।
এএনআই জানিয়েছে, সঞ্জয় কুমার আগে আরএসএস কর্মী ছিলেন। পরে তিনি সংসদীয় রাজনীতিতে যোগ দেন। গত সাত বছর ধরে সঞ্জয় উত্তরাখণ্ড বিজেপি-র সাধারণ সম্পাদকের দায়িত্বভার সামলাচ্ছিলেন।
এনএসইউআই-য়ের প্রধান ফৈরোজ খানের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগের জেরে সেপ্টেম্বর মাসেই পদ থেকে সরে যেতে হয়। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেন।