গাড়োয়ালে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় ৪৭ জনের মৃত্যু হয়েছে। রবিবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝাই বাস একটি গভীর খাদে পড়ে যায়। ওই বাসে প্রায় ৬০ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে।
পাওরির পুলিশ সুপার জগৎ রাম জোশি জানান, বাসটি অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে ২০০ মিটার গভীর খাদে পড়ে যায়। ঘটনার সময় রামগড়ের দিকে যাচ্ছিল বাসটি। আহতদের ধূমকোটের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গড়ওয়াল রেঞ্জের ডি আই জি সঞ্জয় গুঞ্জিয়াল বলেন, পুলিশ ও এস ডি আর এফ-এর কর্মকর্তারা উদ্ধার অভিযান চালাচ্ছেন করছেন, ঘটনাস্থলে রয়েছেন উচ্চপদস্থ কর্মকর্তারাও।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যপাল কে কে পল এবং মুখ্যমন্ত্রী ত্রিভেন্দ্র সিং রাওয়াত দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং আহত ও মৃতদের পরিবারকে সাহায্যের আশ্বাসও দিয়েছেন। ঘটনায় শোক প্রকাশ করে একটি ট্যুইট করেছেন নরেন্দ্র মোদি।
রাজ্যের মুখ্যমন্ত্রী এই দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথাও জানানো হয়েছে ।
দূর্ঘটনাস্থলের ছবি।
চলছে উদ্ধারকার্য