Advertisment

'মেয়েদের ছেঁড়া জিনস দেখে সমাজ কী শিখছে?' ফের 'পোশাক বিতর্ক' আনলেন মুখ্যমন্ত্রী

তখন তাঁদের পোশাক দেখে অন্যের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়৷ তাছাড়া সমাজ এবং শিশুদের মধ্যে কী ধরনের বার্তা ছড়াচ্ছে সেটাও ভাবা দরকার৷

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পদে বসেই মেয়েদের পোশাক নিয়ে ফের বিতর্ক বাড়ালেন তীর্থ সিং রাওয়াত৷ মেয়েদের ছেঁড়া জিনস (Ripped Jeans) পরা সমাজের জন্য সঠিক দৃষ্টান্ত স্থাপন করছে না এমনটাই জানান তিনি। মেয়েদের শিক্ষা ও সংস্কার নিয়ে প্রশ্ন তোলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী৷ এই মন্তব্য নিয়েই উঠেছে সমালোচনার প্রবল ঝড়।

Advertisment

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী দেরাদুনে স্টেট কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস আয়োজিত একটি ওয়ার্কশপে গিয়ে বলেন, " 'ছেঁড়া ডেনিম পরছেন, হাঁটু দেখা যাচ্ছে, এই মূল্যবোধই দেওয়া হচ্ছে এখন। কোথায় থেকে শেখানো হচ্ছে এসব? স্কুল বা শিক্ষকদের কী ভুল রয়েছে? আমরা ছেলেকে ছেঁড়া জিন্স পরিয়ে কোথায় নিয়ে চলেছি তাকে? মেয়েরাও ছেঁড়া জিন্স পরছে। এটা কি ভালো? সকলে পশ্চিমী দেশগুলোর সঙ্গে পাল্লা দিতে দৌড়চ্ছেন। পশ্চিমী দেশগুলো আমাদের যোগাসনকে অনুসরণ করছেন, সেখানে কেন ভারতীয়রা ছেঁড়া জিনস পরছেন?"

তীর্থ সিং রাওয়াত বলেন, ‘‘এই ধরনের মেয়েরা যখন মানুষের সঙ্গে দেখা করে তাঁদের সমস্যা সমাধানের চেষ্টা করেন, তখন তাঁদের পোশাক দেখে অন্যের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়৷ তাছাড়া সমাজ এবং শিশুদের মধ্যে কী ধরনের বার্তা ছড়াচ্ছে সেটাও ভাবা দরকার৷’’

কিছুদিন আগে তীর্থ সিং রাওয়াতের মন্ত্রিসভার এক সদস্য বলেছিলেন, মহিলাদের উচিত সন্তানদের ঠিকমতো মানুষ করাকে প্রাধান্য দেওয়া৷ গণেশ যোশী নামে ওই মন্ত্রী বলেছিলেন, ‘‘মহিলারা জীবনে কী কী করতে চান সে নিয়ে অনেক কিছু বলেন৷ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ও দায়িত্বপূর্ণ কাজ হল পরিবার ও সন্তানদের দেখভাল করা৷’’

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Uttarakhand
Advertisment