সম্প্রতি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পদে আসীন হয়েছেন কয়েকদিন হল। কিন্তু এর মধ্যেই ছেঁড়া জিনস বিতর্কে নাম প্রকাশ্যে এসেছে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত এর নাম। তীর্থ সিংয়ের বেফাঁস মন্তব্যকে কেন্দ্র করে বুধবার থেকেই উত্তাল সোশ্যাল মিডিয়া। মেয়েদের ছেঁড়া জিনস (Ripped Jeans) পরা সমাজের জন্য সঠিক দৃষ্টান্ত স্থাপন করছে না এমনটাই জানান তিনি। মেয়েদের শিক্ষা ও সংস্কার নিয়ে প্রশ্ন তোলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী৷
এদিকে, তিরথ সিংকে একহাত নিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীকে তিনি 'নির্লজ্জ ব্যক্তি' বলে আক্রমণ শানিয়েছেন টুইটারে। মহুয়া লেখেন, "সিএম সাহেব, যখন আপনাকে দেখি তখন উপর নিচে, সামনে পিছনে নির্লজ্জ একজন ব্যক্তিকেই দেখতে পাই।"
অন্যদিকে, অভিনেত্রী-সাংসদ জয়া বচ্চনও সমালোচনা করেন এই মন্তব্যর। অমিতাভ জায়া জানান যে এই ধরনের মনোভাবই মহিলাদের বিরুদ্ধে অপরাধ মূলক আচরণের সাহস জোগায় অপরাধীদের। তাই প্রশাসনের শীর্ষপদে থাকা একজন জন প্রতিনিধির এই ধরনের মন্তব্য করার আগে দু’বার ভাবা উচিত। অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নাভেলিও তীর্থ সিং রাওয়াতের মন্তব্যের সমালোচনা করেছেন।
ঠিক কী বলেছিলেন উত্তরখণ্ডের মুখ্যমন্ত্রী?
তিরথ সিং রাওয়াত বলেন, ‘‘এই ধরনের মেয়েরা যখন মানুষের সঙ্গে দেখা করে তাঁদের সমস্যা সমাধানের চেষ্টা করেন, তখন তাঁদের পোশাক দেখে অন্যের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়৷ তাছাড়া সমাজ এবং শিশুদের মধ্যে কী ধরনের বার্তা ছড়াচ্ছে সেটাও ভাবা দরকার৷ ছেঁড়া ডেনিম পরছেন, হাঁটু দেখা যাচ্ছে, এই মূল্যবোধই দেওয়া হচ্ছে এখন। কোথায় থেকে শেখানো হচ্ছে এসব? স্কুল বা শিক্ষকদের কী ভুল রয়েছে?’’
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন