Uttarakhand Glacier Burst: এক শ্রমিকের মৃত্যু, ৫ জন এখনো নিখোঁজ। তল্লাশি অভিযান অব্যাহত, ২-৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
উত্তরাখণ্ড চামোলিতে বদ্রীনাথ হাইওয়েতে কর্মরত অবস্থায় তুষারধসের চাপা পড়েন বেশ কয়েকজন শ্রমিক। এখন পর্যন্ত ৪৯ জন শ্রমিককে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে খবর। প্রবল ঠান্ডা ও তুষার পাতের কারণে উদ্ধারকার্যে বেগ পেতে হচ্ছে উদ্ধারকারী দলের সদস্যদের।
তুষারধসের উদ্ধার অভিযান সম্পর্কে চামোলির জেলা শাসক সন্দীপ তিওয়ারি বলেন, "এখন পর্যন্ত ৪৯ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং আমরা ২৭ জনকে যোশীমঠের একটি হাসপাতালে ভর্তি করেছি, সকলের অবস্থা স্থিতিশীল। উদ্ধার অভিযান চলছে।" এদিকে উত্তরাখণ্ড সরকারের দেওয়া তথ্যে বলা হয়েছে যে ৫৫জনের মধ্যে ৪৯জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি ৬ শ্রমিককে উদ্ধারে চলছে অভিযান।
উল্লেখ্য শুক্রবার উত্তরাখণ্ডের নির্মাণাধীন চামোলি বদ্রীনাথ হাইওয়েতে একটি বড় দুর্ঘটনা ঘটে। প্রবল তুষারপাতের পর, হাইওয়েতে কর্মরত ৫৭ জন শ্রমিক বরফে চাপা পড়েন।
দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই বিআরও এবং জেলা প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। এছাড়াও, আইটিবিপির একটি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন । জেলাশাসক সন্দীপ তিওয়ারির বলেন, নির্মাণ কাজে নিয়োজিত ৫৭ জন শ্রমিক আটকে পড়েছেন। দুর্ঘটনার পর বিমান বাহিনীর কাছ থেকে সাহায্য চাওয়া হয়।