Advertisment

করোনা-বিধি পালনে গা ছাড়া উত্তরাখণ্ড, চূড়ান্ত অব্যবস্থার মধ্যেই হরিদ্বারে কুম্ভ স্নান

মেলায় প্রবেশ প্রস্থান পথে কিংবা সেই ১০ কিমি রাস্তায় কোথাও কোনও থার্মাল স্ক্রিনিং চোখে পড়েনি। মাস্ক ছাড়া পুন্যার্থী ঘুরলেও কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ।

author-image
IE Bangla Web Desk
New Update
Mahakumbha Mela in Haridwar, har ki Pouri, Shahi Snan, Uttarakhand, Covid-19

হর কি পৌরি ঘাটে এভাবেই চলছে স্নান।

ন্যূনতম করোনাবিধি ছাড়াই হরিদ্বারে চলছে কুম্ভমেলার স্নান। ১২ এপ্রিল অর্থাৎ সোমবারদ হর কি পৌরি ঘাটে হয়েছে শাহি স্নান। প্রায় ২৮ লক্ষ পুন্যার্থী নেমেছিলেন গঙ্গায়। গত ১২ দিনে মাত্র ১৮,১৬৯ জনের নমুনা পরীক্ষা করতে সমর্থ হয়েছে উত্তরাখন্ড সরকার। তাদের মধ্যে ১০২ জনের সংক্রমণ ধরা পড়েছে। এদিকে, সোমবার হরিদ্বার স্টেশন থেকে হর কি পৌরি পর্যন্ত প্রায় ১০ কিমি রাস্তা ঘুরে দেখেছে ইন্ডিয়ান এক্সপ্রেস। মেলায় প্রবেশ প্রস্থান পথে কিংবা সেই ১০ কিমি রাস্তায় কোথাও কোনও থার্মাল স্ক্রিনিং চোখে পড়েনি। মাস্ক ছাড়া পুন্যার্থী ঘুরলেও কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ।

Advertisment

এদিকে, দেশে ঊর্ধ্বমুখী করোনা গ্রাফের মধ্যেই রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক V-কে ছাড়পত্র দিল ভারতের ড্রাগ নিয়ন্ত্রক সংস্থা। সোমবার মস্কো ল্যাবরেটরির তৈরি এই টিকাকে অনুমোদনের কথা নিশ্চিত করেছে রাশিয়ার সভেরেইন ওয়েলথ ফান্ড। ভারতের টিকা বিশেষজ্ঞ কমিটি জরুরি ভিত্তিতে এই টিকা প্রয়োগে সম্মতি দিয়েছে বলে জানা গিয়েছে।

করোনাভাইরাস মোকাবিলায় রাশিয়ায় তৈরি স্পুটনিক ফাইভ ভ্যাকসিনকে আপৎকালীন ব্যবহারের জন্য ছাড়পত্র দিল সিডিএসসিও-র সাবজেক্ট এক্সপার্ট কমিটি। কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের পর এই নিয়ে তৃতীয় করোনা ভ্যাকসিন ভারতে চূড়ান্ত অনুমতি পেল।

হায়দরাবাদের ওষুধ প্রস্তুতকারক সংস্থা ডক্টর রেড্ডিস ল্যাবরেটরি এই ভ্যাকসিন ভারতে ব্যবহারের অনুমোদনের জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছিল। ভারতে স্পুটনিক V ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য রাশিয়ার ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ)-এর সঙ্গে গত বছরের সেপ্টেম্বরে হাত মিলিয়েছিল ডক্টর রেড্ডিস ল্যাবরেটরি।

এই ভ্যাকসিনের কার্যকারিতা ৯১.৬ শতাংশ এবং ভারত, সংযুক্ত আরব আমিরশাহী, ভেনেজুয়েলা ও বেলারুশে তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হচ্ছে। স্পুটনিকের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে। কয়েক দিন আগে ভারত সফরে এসে রুশ বিদেশমন্ত্রী সের্গেই লেভরভ জানান, স্পুটনিক ভ্যাকসিনের ৭০ কোটি ডোজ উৎপাদনের জন্য বেশ কয়েকটি চুক্তি হয়েছে। এবার ছাড়পত্রও দিয়ে দিল ভারত।

Kumbh Mela in Haridwar Uttarakhand Covid-19 in India Corona India
Advertisment