Advertisment

ঘুষ নেওয়ার অভিযোগ, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

নোটবন্দির সময় এক ব্যক্তির কাছ থেকে ঝাড়খণ্ডের তৎকালীন বিজেপি পর্যবেক্ষক ত্রিবেদ্র সিং রাওয়াত ঘুষ নিয়েছিলেন বলে অভিযোগ করেন দুই সাংবাদিক।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

উত্তরাখণ্ডের মুখ্য়মন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত

নোটবন্দির সময় এক ব্যক্তির কাছ থেকে ঝাড়খণ্ডের তৎকালীন বিজেপি পর্যবেক্ষক ত্রিবেদ্র সিং রাওয়াত ঘুষ নিয়েছিলেন বলে অভিযোগ করেন দুই সাংবাদিক। তাঁদেরই দায়ের করা মামলার ভিত্তিতে ত্রিবেদ্র সিং রাওয়াতের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল উত্তরাখণ্ড হাইকোর্ট। বর্তমানে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। একই সঙ্গে অভিযোগকারী দুই সাংবাদিকের বিরুদ্ধে হওয়া মামলাগুলো প্রত্যাহারেরও নির্দেশ দিয়েছে উত্তরাখণ্ড হাইকোর্ট। ফেসবুকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করায় রাজ্য সরকার দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেছিল।

Advertisment

ঘটনা ২০১৬ সালে নোটবন্দির সময় ঘটেছিল। অভিযোগ সেসময় এক ব্যক্তিকে ‘গো সেবা আয়োগে’র প্রধান করে দেওয়ার লোভ দেখিয়ে ত্রিবেন্দ্র রাওয়াত তাঁর কাছ থেকে প্রচুর অর্থ ঘুষ নিয়েছিলেন। তবে, ওই অর্থ রাওয়াত আত্মীয়দের একাধিক অ্যাকাউন্টে হস্তান্তর করেছিলেন।

আরও পড়ুন: কয়লা কেলেঙ্কারি মামলায় প্রাক্তন মন্ত্রী দিলীপ রায়ের সাজায় স্থগিতাদেশ দিল্লি হাইকোর্টের

সম্প্রতি সাংবাদিক উমেশ কুমার শর্মা ফেসবুকে পোস্টে মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াতের বিরুদ্ধে এই অভিযোগ তুলে ধরেন। সরগরম হয় উত্তরাখণ্ডের রাজনীতি। সাংবাদিক উমেশ কুমার শর্মার বিরুদ্ধে এফআইআর দায়ের করে উত্তরাখন্ড পুলিশ। যাকে চ্য়ালেঞ্জ জানিয়ে ও ত্রিবেন্দ্র বিরুদ্ধে তদন্তের দাবি করে হাইকোর্টে আবেদন করেন ওই সাংবাদিক। সেই মামলার প্রেক্ষিতেই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াতের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

উত্তরাখণ্ড হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হচ্ছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াতের ংমিডিয়া কোর্ডিনেটর দর্শন সিং রাওয়াত বলেছেন, 'হাইকোর্টের রায়কে আমরা সম্মান করি। তবে, এবার আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব। প্রকৃত তদন্তেই সত্য প্রকাশ পাবে।'

এই ঘটনায় রীতিমত অস্বস্তিতে বিজেপি। দলের রাজ্যসভাপতি বংশীধর ভগৎ বলেছেন, 'কী ঘটেছে আমি জানি না। আদালতের নির্দেশ মেনেই কাজ এগোবে।'

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

cbi bjp
Advertisment