Advertisment

Nainital Forest Fire: বিধ্বংসী আগুনে পুড়ে ছাই ৩৩.৩৪ হেক্টর বনভূমি, ডাক পড়ল সেনাবাহিনীর

আগুন নিয়ন্ত্রণে আনতে ডাকা হয়েছে ভারতীয় বিমান বাহিনী ও সেনাবাহিনীকে।

author-image
IE Bangla Web Desk
New Update
Nainital Forest Fire

নৈনিতাল অঞ্চলে গত 36 ঘন্টা ধরে দাবানল চলছে। (ছবি: সুমিত হৃদয়েশ)

উত্তরাখণ্ডের নৈনিতালের জঙ্গলে বিধ্বংসী আকার ধারণ করল আগুন। টানা ৩৬ ঘণ্টারও বেশি সময় ধরে আগুনের লেলিহান গ্রাসে মোট ৩৩.৩৪ হেক্টর বনভূমি ধ্বংস হয়ে গিয়েছে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা জঙ্গল। আগুন নিয়ন্ত্রণে আনতে ডাকা হয়েছে ভারতীয় বিমান বাহিনী ও সেনাবাহিনীকে।

Advertisment

আগুন পৌঁছে গিয়েছে নৈনিতালের হাইকোর্ট কলোনি পর্যন্ত। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, গত ২৪ ঘন্টায়, নতুন করে ৩১টি স্থানে নতুন করে দাবানলের ঘটনা ঘটে। আগুনের গ্রাসে পড়ে নষ্ট হয়েছে ৩৩.৩৪ হেক্টর বনভূমি।

ঘটনার প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন যে "শীঘ্রই আগুন নিয়ন্ত্রণে আনা হবে। “এ বিষয়ে সেনাবাহিনীর কাছেও সাহায্য চাওয়া হচ্ছে এবং হেলিকপ্টারের মাধ্যমে আগুন নেভানোর কাজ চলছে'। গত বছরের ১লা নভেম্বর থেকে এখন পর্যন্ত, রাজ্যে বনে আগুনের ৫৭৫ টি ঘটনা ঘটেছে, যার দলে ৬৮৯.৮৯ হেক্টর বনাঞ্চল নষ্ট হয়েছে।

শুক্রবার উত্তরাখণ্ডের জঙ্গলে আগুন ভয়াবহ রূপ নেয়। কিছুক্ষণের মধ্যেই আগুনের লেলিহান শিখা পৌঁছে যায় নৈনিতালের হাইকোর্ট কলোনিতে। আগুন নিয়ন্ত্রণে আনতে নৈনিতাল প্রশাসন বন বিভাগের কর্মচারী ও সেনা কর্মীদের কাজে লাগানো হচ্ছে। অগ্নিকাণ্ডের কারণে যান চলাচল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আশেপাশের মানুষদেরও জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। আগুন নেভাতে বায়ুসেনার সাহায্যও নেওয়া হচ্ছে। হাইকোর্ট কলোনীর কাছেই রয়েছে পাইনের জঙ্গল। সেদিকে আগুন যাতে না পৌঁছায় তার জন্য আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে। এ ঘটনায় রুদ্রপ্রয়াগ থেকে তিনজনকে আটক করা হয়েছে।

নৈনিতালে আগুন লাগার ৩৬ ঘণ্টারও বেশি সময় হয়ে গেছে। কিন্তু তা এখনও নিয়ন্ত্রণে আসেনি। হেলিকপ্টার দিয়ে আগুন নেভানোর কাজ চলছে। ভিমতাল লেক থেকে জল নিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি নিজেই আজ নৈনিতালের হলদওয়ানি পৌঁছেছেন। যেখানে তিনি বনের আগুন নিয়ন্ত্রণে চলমান অভিযান পর্যালোচনা করবেন। পাশাপাশি তিনি ক্ষতিগ্রস্ত এলাকাও পরিদর্শন করবেন। নৈনিতালের জঙ্গলে আগুন নিয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, বনের আগুন আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। এ নিয়ে আমরা নিরন্তর কাজ করে যাচ্ছি। আমরা সেনাবাহিনীর সাহায্যও নিয়েছি।

Uttarakhand fire
Advertisment