উত্তরাখণ্ডের উত্তরকাশীতে সিল্কিয়ারা-বারকোট টানেলের ভিতরে আটকে পড়া ৪১ জন শ্রমিককে উদ্ধারের জন্য কাজ করা দলটি সাফল্যের থেকে মাত্র পাঁচ মিটার দূরে, মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন। তিনি আরও বলেন, উদ্ধারকারীরা ৫২ মিটার ধ্বংসাবশেষ খনন করেছে।
সিল্কিয়ারা টানেলের ভিতরে আটকে পড়া ৪১ জন শ্রমিককে উদ্ধারের প্রচেষ্টা ষোড়শ দিনে প্রবেশ করায় সোমবার সন্ধ্যায় ইঁদুর-গর্ত খনির কাজ শুরু হয়। অন্তত ৬ ইঁদুর-গর্ত খনি শ্রমিক দিল্লি এবং ঝাঁসি থেকে সুড়ঙ্গে প্রবেশ করতে এবং ম্যানুয়ালি খনন করতে এসেছিলেন। আটকে পড়া শ্রমিকরা ৬০ মিটার ধ্বংসাবশেষের পিছনে এবং উদ্ধারকারীরা প্রায় ১২ মিটার দূরে ছিলেন।
কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের অতিরিক্ত সচিব মাহমুদ আহমেদ বলেছেন যে একই সাথে, উল্লম্ব খননের কাজ দ্রুত গতিতে চলছে এবং তারা উল্লম্ব টানেলের প্রায় ৩৬ মিটার প্রস্তুত করেছে। একটি এস্কেপ প্যাসেজ প্রস্তুত করতে মোট ৮৬ মিটার উল্লম্বভাবে ড্রিল করতে হবে, টানেলের শীর্ষে ১.২ মিটার ব্যাসের পাইপ স্থাপন করা হয়েছে, যেটির কাজ রবিবার থেকে শুরু হয়েছিল অগার মেশিনটি ক্ষতিগ্রস্ত হওয়ার পরে দ্বিতীয় বিকল্প হিসাবে। সোমবার ভোরে সিল্কিয়ারা টানেলের ধ্বংসস্তূপে আটকে থাকা অগার মেশিনের ব্লেডগুলো সরিয়ে ফেলা হয়।
কী ভাবে সুড়ঙ্গে ধ্বংসস্তূপ খোঁড়া হচ্ছে? ‘ইঁদুরের গর্ত’ খোড়ার প্রথম ভিডিওটি প্রকাশ্যে এসেছে মঙ্গলবার। সংবাদ সংস্থা পিটিআই সেই ভিডিও পোস্ট করেছে। তাতে দেখা গিয়েছে, চার জন শ্রমিক কাজ করছেন। তাঁদের মধ্যে তিন জন একটি পাইপের ভিতর থেকে বেরিয়ে থাকা দড়ি টানছেন। সর্বশক্তি দিয়ে দড়িটি টানতে দেখা গিয়েছে শ্রমিকদের। আর চতুর্থ জনকে দেখা গিয়েছে পাশে দাঁড়িয়ে থাকতে।
আরও পড়ুন উল্লম্ব খননেই আসবে সাফল্য? উদ্ধারে আরও কত সময়? ঘটনাস্থলে মোদীর প্রিন্সিপাল সেক্রেটারি