ভারতীয় সেনাবাহিনীকে উত্তরাখণ্ড সুড়ঙ্গের ভিতরে আটকে পড়া ৪১ জন শ্রমিককে উদ্ধারের দায়িত্ব দেওয়া হয়েছে। উদ্ধার অভিযানে ব্যবহৃত ড্রিলিংয়ের জন্য গুরুত্বপূর্ণ আমেরিকান অগার মেশিনটি ভেঙে যাওয়ায় থমকে যায় উদ্ধার অভিযান। ১২ নভেম্বর সিল্কিয়ারা টানেল ধসে আটকে পড়া শ্রমিকদের বাঁচানোর লক্ষ্যে সেনাবাহিনীর কর্মীদের টানেলে ম্যানুয়াল ড্রিলিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে।
এবার আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে এগিয়ে এল ভারতীয় সেনাবাহিনী। ম্যানুয়াল ড্রিলিং-এর দায়িত্ব দেওয়া হয়েছে সেনাবাহিনীকে সিল্কিয়ারা টানেলে আটকে পড়া ৪১ জন শ্রমিকের জীবন বাঁচাতে উত্তরকাশী টানেল রেসকিউ অপারেশন চলছে। টানেলের ভিতর আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের কাজ গত পনের দিন ধরে চললেও ক্রমাগত ড্রিলিংয়ে বাঁধার কারণে তা বিলম্বিত হচ্ছে। তবে শ্রমিকদের স্বাস্থ্য ভালো রয়েছে এবং পাইপের মাধ্যমে তাদের খাবার সরবরাহ করা হচ্ছে। সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের বাঁচাতে এগিয়ে আসে ভারতীয় সেনা, শুরু হয়েছে উল্লম্ব খনন। সেনাবাহিনীর বিশেষ দলটি ম্যানুয়াল ড্রিলিংয়ের জন্য ইতিমধ্যেই উত্তরকাশী পৌঁছেছে।
সেনাবাহিনীর একটি বিশেষ দল সিল্ক্যারা টানেলে ম্যানুয়াল ড্রিলিংয়ের জন্য উত্তরকাশী পৌঁছেছে। এছাড়া মুম্বই থেকে ডাকা হয়েছে আরও এক উদ্ধার কারী দলকে। সিল্কিয়ারা টানেলে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে ম্যানুয়াল ড্রিলিংয়ের প্রস্তুতি চলছে। এ জন্য এস্কেপ টানেলে অগার মেশিনের আটকে থাকা যন্ত্রাংশ কেটে সরিয়ে ফেলা হচ্ছে। ম্যানুয়াল ড্রিলিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ২০১ ইঞ্জিনিয়ারিং রেজিমেন্টকে। উদ্ধার অভিযানের ইনচার্জ কর্নেল দীপক পাতিল বলেছেন, সেনাবাহিনী ম্যানুয়াল ড্রিলিংয়ে সহযোগিতা করবে। ইঞ্জিনিয়ারিং রেজিমেন্ট টানেলে একটি ন্যানো জেসিবিও পাঠিয়েছে। এই জেসিবি খননের সময় ব্যবহার করা হবে।