Advertisment

১০০ ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত! টানেলে আটকে থাকা শ্রমিকদের বাঁচার লড়াই অব্যাহত

মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সিল্কিয়ারায় চলমান উদ্ধার অভিযানের প্রতি মুহূর্তের আপডেট নিচ্ছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Uttarkashi Tunnel Accident, Uttarkashi Tunnel Accident Live, Uttarkashi Tunnel Accident Live Update, Uttarkashi tunnel accident rescue operation live, Pushkar Singh Dhami, PM Modi, Uttarakhand News, Uttarakhand News Live, tunnel accident, tunnel accident rescue operation live,

মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধমি সিল্কিয়ারায় চলমান উদ্ধার অভিযানের প্রতি মুহূর্তের আপডেট নিচ্ছেন।

১০০ ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত! এখনও টানেলের ভিতর আটকে রয়েছেন ৪০ জন শ্রমিক। টানা পঞ্চম দিনেও চলছে উদ্ধারকাজ। টানেলে আটকে রয়েছেন শ্রমিকরা, উদ্ধার কাজে নরওয়ে ও থাইল্যান্ড থেকে সাহায্য নেওয়া হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া শ্রমিকদের বের করতে ৯০০ মিমি পাইপ বসানোর চেষ্টা করা হবে বলেই প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

Advertisment

উত্তরাখণ্ডের যমুনোত্রী জাতীয় সড়কের সিল্কিয়ারা টানেলে আটকে পড়া ৪০ জন শ্রমিককে উদ্ধারের জন্য চলছে জোর তৎপরতা। ধ্বংসস্তূপ খননের জন্য নতুন মেশিন বসানো হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া শ্রমিকদের মানসিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। আজ সকালে উদ্ধারকাজ পর্যালোচনা করতে কেন্দ্রীয় মন্ত্রী ভি. কে. সিং টানেল পরিদর্শনে আসেন

উত্তরাখণ্ডের যমুনোত্রী জাতীয় সড়কে নির্মাণাধীন সিল্কিয়ারা টানেলের একটি অংশ ধসে পড়ায় গত পাঁচ দিন ধরে আটকে আছেন ৪০ জন শ্রমিক। শ্রমিকদের সরিয়ে নেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবারও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য দুর্ঘটনাটি ঘটেছে উত্তরকাশীতে, রবিবার, দিওয়ালির দিন ভোর ৫টা নাগাদ। এরপর থেকে টানেলের ভেতরে আটকা পড়েছে ৪০ জন শ্রমিক। যাদের কাছে পাইপের মাধ্যমে খাবার ও জল সরবরাহ করা হয়েছে।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি রাজ্য সচিবালয়ে সিনিয়র আধিকারিকদের সঙ্গে আজ ফের পরিস্থিতির পর্যালোচনা করতে একটি বৈঠক করেছেন। এই বৈঠকে, মুখ্যমন্ত্রী গত পাঁচ দিন ধরে টানেলে আটকে থাকা ৪০ জন শ্রমিককে উদ্ধার করতে চলমান ত্রাণ ও উদ্ধার কাজ পর্যালোচনা করছেন। এদিকে আজ সকালে কেন্দ্রীয় মন্ত্রী ভি.কে. সিং উত্তরকাশী টানেল দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন। খতিয়ে দেখেন উদ্ধার অভিযান। তিনি বলেন, 'কাজ চলছে, আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করছি আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করে আনার’।

উত্তরকাশী সুড়ঙ্গের ভিতরে আটকে পড়া এক শ্রমিকের বাবা ধরম সিং বলেছেন যে তার ২০ বছরের ছেলে বিজয় কুমার ভিতরে আটকে রয়েছেন। তিনি বলেন, ‘আমি আমার ছেলের সঙ্গে একটু কথা বলে তাকে সাহস দিয়েছিলাম, তাকে আশ্বস্ত করেছিলাম যে সবকিছু ঠিক হয়ে যাবে এবং আজ সন্ধ্যার মধ্যে তাকে বের করে আনা হবে। তাকে স্বল্প পরিমাণে খাবার ও জল সরবরাহ করা হচ্ছে।

এনএইচআইডিসিএল পিআরও গিরিধারীলাল জানান, এই অভিযান চলছে যুদ্ধকালীন তৎপরতায়।  সবাই ভালো আছে। চিকিৎসা সহায়তার প্রয়োজন নেই। তবে এখনও, মেডিকেল টিম এখানে রয়েছে। উত্তরকাশীতে একটি নির্মাণাধীন টানেলে আটকে পড়া ৪০ জন শ্রমিককে উদ্ধারের চেষ্টা চলছে। নবযুগ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের পিআরও জিএল নাথ বলেন, ভারী ড্রিলিং মেশিন বসানো হয়েছে এবং শীঘ্রই শ্রমিকদের বের করে আনা হবে।

মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সিল্কিয়ারায় চলমান উদ্ধার অভিযানের প্রতি মুহূর্তের আপডেট নিচ্ছেন। ভার্চুয়ালি উদ্ধার অভিযানের সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।

Uttarakhand
Advertisment