করোনা পরিস্থিতি সামাল দিতে কাল থেকে রাজ্যে কার্যত লকডাউন। আরোপ করা হয়েছে একাধিক বিধিনিষেধ। নতুন করে কড়াকড়ি চালু হলেও, টিকাকরণ চালু থাকবে আগের মতোই। টিকাকরণ জরুরি পরিষেবার আওতায় পড়ছে, তাই ভ্যাকসিননেশন কেন্দ্রগুলি খোলা থাকবে। তবে কেন্দ্রে পৌঁছনোর ব্যবস্থা করতে হবে নিজেদের।
ট্রেন পরিষেবা আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল রাজ্যে। শনিবার যে নির্দেশিকা সামনে এনেছে নবান্ন, তাতে বাস, মেট্রো, অটো, ট্যাক্সি চলাচলও বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষজন ছাড়া ব্যক্তিগত গাড়ি নিয়েও বেরোতে নিষেধজ্ঞা।
তবে টিকা নিতে যাওয়ার জন্য তাতে ছাড় দেওয়া হয়েছে। নিজের গাড়ি নিয়েও টিকাকেন্দ্রে যেতে পারবেন সাধারণ মানুষ। আবার ট্যাক্সি, অটো বা গাড়ি ভাড়া করেও যেতে পারবেন। তবে সব ক্ষেত্রেই মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক।
এদিকে, করোনা মোকাবিলায় একাধিক বিধিনিষেধ আরোপ নবান্নের। এদিন নবান্নে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। করোনা মোকাবিলায় আগামী ১৪ দিন, অর্থাৎ ৩০ মে সন্ধ্যা ৬টা পর্যন্ত কার্যত লকডাউনে এই বিধিনিষেধ বলবৎ থাকবে। সেই বৈঠকে কী বললেন তিনি?
- স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
- জরুরি পরিষেবা ছাড়া সব অফিস (সরকারি, বেসরকারি) বন্ধ থাকবে
- পার্ক, চিড়িয়াখানা বন্ধ
- লোকাল ট্রেন, জলপথ পরিবহণ, মেট্রো রেল, বাস পরিষেবা, ট্রেন পরিষেবা বন্ধ থাকবে
- আন্তঃরাজ্য ট্রেন, বাস পরিষেবা বন্ধ
- একমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্তরা পরিবহণ ব্যবহার করতে পারবেন
- সচল থাকবে সব জরুরি পরিষেবা
- সুইমিং পুল, জিম, পার্লার, শপিং মল বন্ধ থাকবে
- সব ধরনের (ধর্মীয়, বিনোদনমূলক, রাজনৈতিক, সাংস্কৃতিক) জমায়েত বন্ধ
- রাত ন’টা থেকে সকাল ৫টা পর্যন্ত বাড়ি থেকে বেরনোয় নিষেধাজ্ঞা
- দুধ, রুটি, মাংসের দোকান ৩ ঘণ্টা খোলা, ওষুধের দোকান, চশমার দোকান খোলা
- খুচরো দোকান, মুদির দোকান সকাল ৭টা-১০টা খোলা, মিষ্টির দোকান বিকেল ৫টা অবধি খোলা
- চা বাগানে ৫০% কর্মী, পাটশিল্প ৩০% কর্মী নিয়ে কাজ
- বিয়ে বাড়িতে দূরত্ব মেনে ৫০% আমন্ত্রিত আর সৎকারে ২০ জন জমায়েত
- জনস্বার্থে আগামী ১৪ দিন এই নিয়ন্ত্রণ বলবৎ থাকবে
- জরুরি পরিষেবার ট্যাক্সি, পরিবহণ চালু থাকবে
- জরুরি পরিষেবা ছাড়া রাত ৯টার পর সব বন্ধ, বেরনো যাবে না বাড়ি থেকে
- হোম ডেলিভারি চালু থাকবে
- সকাল ১০টা-দুপুর ২টো পর্যন্ত খোলা ব্যাঙ্ক
- এটিএম,ই-কমার্স, হোম ডেলভারি সর্বক্ষণ খোলা
মুখ্যসচিব বলেছেন অযথা জমায়েত কিংবা বিধি ভঙ্গে বিপর্যয় মোকাবিলা আইন এবং আইপিসির ধারায় ব্যবস্থা নেবে স্থানীয় প্রশাসন।