Advertisment

‘প্রেমে পড়ব না, লভ ম্যারেজ করব না’, ছাত্রীদের ‘ভ্যালেন্টাইন্স ডে’র শপথ

‘‘আমি শপথ নিয়ে বলছি, আমার বাবা-মায়ের উপর পূর্ণ আস্থা রয়েছে। চারপাশে যা ঘটছে, সেই নিরিখে বলছি, আমি প্রেমে পড়ব না’’।

author-image
IE Bangla Web Desk
New Update
Valentine’s day, ভ্যালেন্টাইন্স ডে, প্রেমের দিন, প্রেম দিবস, ভ্যালেন্টাইন্স ডে, ভ্যালেন্টাইন্স ডের খবর, Valentine’s day news, Valentine’s day wish, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, happy Valentine’s day, লাভ ম্যারেজ, লভ ম্যারেজ, লাভ মেরেজ, কলেজ ছাত্রীদের শপথ লাভ ম্যারেজ নিয়ে, প্রেম করে বিয়ে, amravati college love marriage oath, অমরাবতী কলেজ লাভ ম্যারেজ, love marriage oath, nagpur college love marriage oath, indian express bangla news

প্রতীকী ছবি।

‘প্রেমে পড়া বারণ’! ‘শপথ নিলাম, আমি প্রেমে পড়ব না। বাবা-মায়ের উপর পূর্ণ আস্থা রয়েছে। লভ ম্যারেজ করব না’, ভ্যালেন্টাইন্স ডে-র আগে বৃহস্পতিবার এমন শপথই নিলেন কলেজ ছাত্রীরা। তাঁদের শপথ পাঠ করালেন কলেজের শিক্ষিকারা। বিয়ে নিয়ে মাথা না ঘামিয়ে যাতে পড়াশোনায় আরও মনোযোগী হয়ে উঠতে পারেন ছাত্রীরা, সে কারণেই এমন শপথ বলে জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। প্রেমের দিনে প্রেমের বিরুদ্ধে এমন শপথ ঘিরে জোর চর্চায় মহারাষ্ট্রের অমরাবতীর মহিলা কলা বাণিজ্য মহাবিদ্যালয়।

Advertisment

ঠিক কী শপথ নিলেন ছাত্রীরা?

বৃহস্পতিবার শপথ পাঠে ছাত্রীরা বলেছেন, ‘‘আমি শপথ নিয়ে বলছি, আমার বাবা-মায়ের উপর পূর্ণ আস্থা রয়েছে। চারপাশে যা ঘটছে, সেই নিরিখে বলছি, আমি প্রেমে পড়ব না। প্রেম করে বিয়ে করব না। এমন কাউকে বিয়ে করব না যিনি পণ চাইবেন...আগামীতে মা হয়ে পুত্রবধূর থেকে পণ চাইব না এবং মেয়ের বিয়েতেও পণ দেব না। দৃঢ় ভারত গড়ার জন্য এই শপথ নিলাম’’।

আরও পড়ুন: ক’দশক আগেও কেমন ছিল বাঙালির ভ্যালেন্টাইন্স ডে উদযাপন?

এ প্রসঙ্গে কলেজের প্রিন্সিপাল রাজেন্দ্র হাভরে বলেন, ‘‘কেউই ভালবাসার বিরুদ্ধে নয়। কিন্তু যুব সমাজকে বোঝাতে হবে কোনটা ভালবাসা আর কোনটা সেক্সুয়াল অ্যাট্রাকশন। অভিভাবকরা তাঁদের সন্তানদের স্কুলে পাঠান। আর তাঁদের মেয়েরা কারও সঙ্গে পালিয়ে যান। সুতরাং, ছাত্রীদের দায়দায়িত্ব ও কেরিয়ার সম্পর্কে অবগত করা আমাদের কর্তব্য’’। কলেজের রাষ্ট্রবিজ্ঞানের এক অধ্যাপক প্রদীপ দান্দে বলেন, ‘‘ছাত্রীদের জিজ্ঞেস করেছিলাম কেন তারা লভ ম্যারেজে আসক্ত? কেন তারা পালিয়ে বিয়ে করে? তারা কি তাদের বাবা-মায়ের উপর আস্থা হারিয়ে ফেলেছে? ওরাই সম্মত হয়ে শপথ পাঠ করেছে’’।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

national news
Advertisment