সুপ্রিম কোর্টের ৩৭০ রায়ের পরই সোমবার জম্মুর বাল্মীকি কলোনিতে শুরু হয়ে গেল উদযাপন। সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারের ৩৭০ ধারা বাতিল করার ২০১৯ সালের সিদ্ধান্তকে সোমবার বহাল রেখেছে। এরপরই সোমবার মিষ্টি বিতরণ করেছেন বাল্মীকি গোষ্ঠীর লোকজন। এই ৩৭০ ধারা পূর্ববর্তী জম্মু ও কাশ্মীর রাজ্যকে বিশেষ সাংবিধানিক মর্যাদা দিয়েছিল। সাংবিধানিকভাবে ৩৭০ ধারা বাতিলের বৈধতা দেওয়ার পাশাপশি সোমবার সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চ, কেন্দ্রকে নির্দেশ দিয়েছে জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে হবে।
আরও পড়ুন- মতাদর্শের লড়াইয়ে ফের জয় বিজেপির, এবার কী?
বৈষম্যের অবসান
একইসঙ্গে বেঞ্চ নির্বাচন কমিশনকে ২০২৪ সালের সেপ্টেম্বরের মধ্যে জম্মু-কাশ্মীরে নির্বাচন করার নির্দেশ দিয়েছে। এতে খুশি ৩৭০ ধারা বাতিলের সমর্থনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া বাল্মীকি গোষ্ঠীর দুই সদস্যের অন্যতম একলব্য ভালমেকান। তিনি বলেছেন, এটি সংবিধানের অস্থায়ী বিধানকে চূড়ান্ত সমাধিস্থ করেছে। জম্মু-কাশ্মীরের পূর্ববর্তী সরকারগুলো ধারাবাহিকভাবে ৩৭০ ধারার সাহায্য নিয়ে বাল্মীকি সম্প্রদায়ের প্রতি বৈষম্য করে গিয়েছে। এতে সেই বৈষম্যের অবসান ঘটল।
আরও পড়ুন- জম্মু-কাশ্মীরের প্রকৃত বাসিন্দা কারা? ৩৭০ নিয়ে বিতর্ক খুঁচিয়ে তুলল আসল সত্য
ঐতিহাসিক সিদ্ধান্ত
৩৭০ ধারা বাতিল করা নিয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের রিট পিটিশনগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে শুনানির জন্য সুপ্রিম কোর্টে অনুরোধ করেছিলেন ভালমেকান ও তাঁর প্রতিবেশী রাধিকা। সেই আবেদন রেখেছে শীর্ষ আদালত। যাকে সমস্ত পক্ষের শুনানির পরে এবং সমস্ত মানুষের স্বার্থ মাথায় রেখে গৃহীত একটি ঐতিহাসিক সিদ্ধান্ত বলেই দাবি করেছেন ভালমেকান।
আরও পড়ুন- মতাদর্শের লড়াইয়ে ফের জয় বিজেপির, এবার কী?
চাকরির আবেদন
তিনি জানিয়েছেন, ২০১৯ সালের ৫ আগস্টের আগে জম্মু-কাশ্মীর সরকারের দ্বারা সমাজের প্রান্তিক শ্রেণির প্রতি যে অবিচার হয়েছিল, এবার তার সংশোধন ঘটবে। লেখাপড়ায় স্নাতক পাশ। ভালমেকান বলেন, 'আদালতের সিদ্ধান্তের আগে আমি কিছুটা আতঙ্কিত ছিলাম। কিন্তু, এখন সমস্ত ভয় চলে গেছে।' তাঁর বাবা জম্মু মিউনিসিপ্যাল কর্পোরেশনে স্যানিটেশন কর্মী পদে কাজ করতেন। বাবার সেই চাকরিতে তাঁকে নিয়োগের জন্য কর্পোরেশনের কাছে আবেদন করেছেন বাল্মীকি সম্প্রদায়ের এই সদস্য।