Advertisment

ক্ষত বিক্ষত বন্দে ভারত, পাথর বৃষ্টিতে ভাঙল চালকের সামনের স্ক্রিন

শনিবার উত্তরপ্রদেশের আচালদার কাছাকাছি ঘটনাটি ঘটে। পাশের  লাইনে ডিব্রুগড় রাজধানী একটি গবাদি পশুর ওপর দিয়ে চলে যাওয়ার পর পরই বন্দে ভারত এক্সপ্রেসের চালকের জানলার স্ক্রিন লক্ষ্য করে ছোঁড়া হয় পাথরের চাই।

author-image
IE Bangla Web Desk
New Update
vande mataram express

বাণিজ্যিক যাত্রা শুরু করার দিন কয়েকের মধ্যেই পাথর ছুঁড়ে ভেঙ্গে দেওয়া হল বন্দে ভারত এক্সপ্রেসের চালকের সামনের স্ক্রিন। শনিবার বারাণসী থেকে নয়া দিল্লি যাওয়ার পথে পাথর ছুঁড়ে ভেঙ্গে দেওয়া হয় ট্রেনের জানলার কাঁচ।

Advertisment

ভারতীয় রেল সূত্রে জানা গিয়েছে শনিবার উত্তরপ্রদেশের আচালদার কাছাকাছি ঘটনাটি ঘটে। পাশের  লাইনে ডিব্রুগড় রাজধানী একটি গবাদি পশুর ওপর দিয়ে চলে যাওয়ার পর পরই বন্দে ভারত এক্সপ্রেসের চালকের জানলার স্ক্রিন লক্ষ্য করে ছোঁড়া হয় পাথরের চাই।

উত্তর রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন ট্রেনের সি ৪, সি ৬, সি ৭, সি ৮, সি ১৩, সি ১২ কোচ ক্ষতিগ্রস্ত হয়েছে। রেলের বিবৃতিতে জানানো হয়েছে ওই ট্রেনের টেকনিকাল দায়িত্বে থাকা কর্মীরা ক্ষতির পরিমাণ পরখ করে জানিয়েছেন যাত্রা সম্পূর্ণ করার মতো অবস্থায় রয়েছে ট্রেনটি। নির্ধারিত গতিতেই যাত্রা করে শনিবার রাত ১১ টা ৫ মিনিটে গন্তব্যে পৌঁছেছে ট্রেনটি।

আরও পড়ুন, ঘণ্টায় ১৮০ কিমি গতিতে যাত্রা শুরু বন্দে ভারত এক্সপ্রেসের

ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে রবিবারের যাত্রার জন্য যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে ক্ষতিগ্রস্ত জানলায় সেফটি শিট লাগানো হয়েছে। রবিবার সকালে বারাণসী থেকে নির্ধারিত সময়েই যাত্রা শুরু করেছে দেশের দ্রুততম ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস।

ঘণ্টায় ১৮০ কিলোমিটার বেগে চলা ভারতের প্রথম দ্রুত গতিশীল ইঞ্জিনবিহীন ট্রেন গত ১৭ ফেব্রুয়ারি থেকেই বাণিজ্যিক যাত্রা শুরু করেছে।

Read the full story in English

Advertisment