Advertisment

নবরাত্রীর উপবাস নিয়ে মন্তব্য, অধ্যাপককে বরখাস্ত করল বিশ্ববিদ্যালয়

হিন্দুদের ভাবাবেগে চরম আঘাত বলে অভিযোগ।

author-image
IE Bangla Web Desk
New Update
Varanasi varsity dismisses guest lecturer Mithilesh Gautam for comments on Navratra fast by women

মহাত্মা গান্ধী কাশী বিদ্যাপীঠ প্রশাসন একজন অতিথি অধ্যাপককে বরখাস্ত করেছে। মহিলাদের নবরাত্রী উপবাস নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

Advertisment

ডাঃ মিথিলেশ গৌতম হিন্দিতে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, 'মহিলাদের জন্য, নবরাত্রীর সময় ৯ দিন উপবাস না করে ভারতের সংবিধান এবং হিন্দু কোড বিল পড়া ভাল।' তিনি আরও লেখেন যে, 'তাঁদের জীবন হবে ভয়হীন ও দাসত্ব থেকে মুক্ত। জয় ভীম।'

সেই পোস্টেইএ বেতর্ক দানা বাঁধে। বিশ্ববিদ্য়ালয়ের রেজিস্ট্রার ডাঃ সুনিতা পাণ্ডে গৌতমের বিরুদ্ধে ব্যবস্থা পদক্ষেপের প্রক্রিয়া শুরু করেন।নির্দেশিকায় বলা হয়েছে, '২৯শে সেপ্টেম্বর ছাত্ররা একটি চিঠির মাধ্যমে অভিযোগ করেছিল যে ডক্টর মিথিলেশ কুমার গৌতম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অতিথি অধ্যাপক কিছু লেখা সোশ্যাল মিডিয়ায়পোস্ট করেছেন। যা হিন্দু ধর্মের বিরুদ্ধে।' পাণ্ডে এই পদক্ষেপের জন্য গৌতমের বিরুদ্ধে শিক্ষার্থীদের মধ্যে 'ব্যাপক অসন্তোষ' উল্লেখ করেছেন।

পাঁণ্ডে আদেশে লিখেছেন, '…বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিপর্যস্ত হওয়ার এবং পরীক্ষাগুলি প্রভাবিত হওয়ার পরিপ্রেক্ষিতে, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যে ডাঃ মিথিলেশ কুমার গৌতমকে অবিলম্বে বরখাস্ত করা হবে, এবং নিরাপত্তার বিবেচনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার প্রবেশ নিষিদ্ধ করা হবে।'

Navaratri Varanasi
Advertisment