New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/02/accident.jpg)
রাজস্থানের পালি জেলায় পথ দুর্ঘটনায় কমপক্ষে ৬ জন নিহত এবং ২০ জন গুরুতর আহত হয়েছেন।
উত্তরাখণ্ডের চম্পাওয়াত জেলার সুখিধাং-ডান্ডামিনার সড়কে একটি গাড়ি গভীর খাদে পড়ে যায়। এই দুর্ঘটনায় ১১ জন নিহত এবং দু'জন আহত হয়েছে। মঙ্গলবার এই খবর জানিয়েছে পুলিশ।
Advertisment
সোমবার রাত ১০টার গাড়িটি নাগাদ বিয়েবাড়ি থেকে ফিরছিল। গাড়িটি তনকপুরের থেকে ডান্ডা কাকনাই গ্রামে ফেরার মাঝপথে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনার কথা মঙ্গলবার ভোররাতে পুলিশের কাছে পৌঁছায়। যার পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। , এমনটাই দাবি, চম্পাওয়াত জেলা দুর্যোগ মোকাবিলা বাহিনীর এক অফিসারের।
Advertisment
চম্পাওয়াতের পুলিশ সুপার দেবেন্দ্র পিঞ্চা জানিয়েছেন, আপাতত খাদ থেকে পাঁচটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের দেহ উদ্ধারের চেষ্টা চলছে।
আহতদের দ্রুত চম্পাওয়াতের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
Read in English