দুর্ঘটনার পর কেটে গিয়েছে ৬ দিন। উত্তরকাশী টানেল দুর্ঘটনায় ষষ্ঠ দিনের জন্য স্থগিত উদ্ধার অভিযান। ইন্দোর থেকে আনা হচ্ছে তৃতীয় ড্রিলিং মেশিন।
শুক্রবারই ছিল উত্তরকাশী সিল্কয়ারা টানেল দুর্ঘটনার ষষ্ঠ দিন। সুড়ঙ্গে আটকে পড়া ৪০ শ্রমিককে নিরাপদে বের করে আনতে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে চলছে উদ্ধার অভিযান। তবে বেশ কিছু সময়ের জন্য উদ্ধার অভিযান স্থগিত রাখা হয়েছে।
দ্বিতীয় ত্যাধুনিক ড্রিলিং মেশিন দিয়েও উদ্ধার অভিযান সম্পুর্ণ করা সম্ভব হয়নি। পাশাপাশি টানেলে পাইপলাইন বসানোর কাজও বন্ধ রয়েছে। উদ্ধার অভিযানে ব্যবহৃত মেশিনের বিয়ারিং নষ্ট হয়ে গেছে বলেই প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এখনও পর্যন্ত টানেলের ভিতরে মাত্র ২২ মিটার খনন করা হয়েছে। খনন করে টানেলে পাঁচটি পাইপ ঢোকানো হয়েছে। এখন, তৃতীয় মেশিন আনা হচ্ছে ইন্দোর থেকে।
অতিরিক্ত মুখ্য সচিব রাধা রাতুরি উদ্ধার অভিযান নিয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী নির্দেশে সর্বক্ষণ উদ্ধার অভিযানে কড়া নজর রাখা হচ্ছে। টানেলে আটকে পড়া শ্রমিকরা সবাই সম্পূর্ণ সুস্থ। শিগগিরই সকল শ্রমিককে নিরাপদে সরিয়ে নেওয়া হবে বলে আশা করা হচ্ছে। তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থাও রয়েছে। সব বিভাগকে সতর্ক রাখা হয়েছে।
কেন্দ্রীয় সংস্থাগুলির পাশাপাশি রাজ্যের সমস্ত সংস্থাও সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার অভিযানে নেমেছে। টানেলে আটকে পড়া শ্রমিকদের খাবার, অক্সিজেন ও জল সরবরাহ করা হয়েছে। তাদের মনোবল বাড়াতে তাদের পরিবারের সঙ্গেও কথা বলানো হচ্ছে।