‘মন কি বাত’-এর প্রতিটি পর্ব আমাকে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করার সুযোগ দিয়েছে’ ‘মন কি বাতের’ ১০০ তম পর্বে আবেগঘন বার্তা মোদীর। আজ ‘মন কি বাতের’ ১০০ তম পর্বের সাক্ষী থেকেছে তামাম বিশ্ববাসী। ‘মন কি বাত’-এর ১০০ তম পর্বকে একটি ‘অভূতপূর্ব’ গণ প্রচার কর্মসূচিতে পরিণত করতে বিজেপির তরফে কোন খামতি রাখা হয়নি।
প্রধানমন্ত্রী মোদী তার ভাষণের আগে এই ট্যুইট বার্তায় লিখেছেন, “এটি সত্যিই একটি বিশেষ যাত্রা ছিল, যেখানে আমরা ভারতের জনগণের সম্মিলিত চেতনা উদযাপন করেছি এবং অনুপ্রেরণামূলক জীবনযাত্রাকে সকলের সামনে তুলে ধরতে পেরেছি, নিজের ভাবনা দেশ বাসীর সঙ্গে ভাগ করে নিতে পেরেছি”।
ঐতিহাসিক এই মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে এটি সারাদেশে সরাসরি প্রদর্শিত হতে চলেছে ‘মন কি বাতে’র ১০০ তম এপিসোড। বিশ্বের বিভিন্ন প্রান্তে লাখ লাখ মানুষ আজকের ‘মন কি বাত’ অনুষ্ঠান শুনেছেন। ‘মন কি বাত’-এর ১০০ তম পর্বটিও নিউইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দফতরে সরাসরি সম্প্রচার করা হবে। ‘মন কি বাত’ অনুষ্ঠানের সম্প্রচার শুরু হয় সকাল ১১টায়। তবে নিউইয়র্কে এই অনুষ্ঠান শোনা যাবে রাত দেড়টা’য়।
“মন কি বাতের ১০০ তম পর্বের সূচনাকালে প্রধানমন্ত্রী মোদী বলেন, “আমি খুশি যে ‘মন কি বাত’ আজ দেশের একটি নতুন ঐতিহ্য হয়ে উঠছে। এমন এক ঐতিহ্য যাতে আমরা প্রত্যেকে অংশ নিয়ে নিজেদের চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নিতে পারি। এই কর্মসূচিতে প্রত্যেক দেশবাসী একে অপরের অনুপ্রেরণা”। তিনি বলেন, ভারতের সামাজিক পরিকাঠামোকে শক্তিশালী করার ক্ষেত্রে, ‘মন কি বাত’ হল একটি জপমালার সুতোর মতো,”।
মোদী বলেন, “আমার অটুট বিশ্বাস, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশে সবচেয়ে বড় পরিবর্তন আনা সম্ভব”। ‘মন কি বাত’ মহিলাদের ক্ষমতায়নের অন্যতম প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। এপ্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আনন্দিত যে ‘মন কি বাত’ মহিলাদের ক্ষমতায়নের বাস্তব চিত্রকে দেশবাসীর কাছে তুলে ধরে। এই অনুষ্ঠান আত্মনির্ভর ভারত থেকে মেক ইন ইন্ডিয়া এবং মহাকাশ স্টার্টআপের প্রচার থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে প্রতিভাবান ব্যক্তিদের গল্প দেশবাসীর সামনে এনেছে”।
আজকের ১০০ তম পর্বে মোদী বলেন, শিক্ষা, সংস্কৃতিতে ভারতের কাজ সত্যিই প্রশংসনীয়”। দেশে পর্যটনের গতি প্রসঙ্গে মোদী বলেন, “ আজ দেশে পর্যটনের জোয়ার বইছে। আমাদের প্রাকৃতিক সম্পদ হোক, নদী হোক, পাহাড় হোক, পুকুর হোক বা আমাদের তীর্থস্থান হোক, সেগুলিকে পরিষ্কার রাখা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ”।
ইউনেস্কোর তরফে আজকের মন কি বাতের ১০০ তম পর্বে মোদীকে অভিনন্দন জানান, ইউনেস্কোর ডিজি, মিসেস অড্রে আজউল। পাশাপাশি মোদী আজকের এই বিশেষ পর্বে বলেন, ‘মন কি বাত’ অনুষ্ঠানের মাধ্যমে অনেক গণআন্দোলন গড়ে উঠেছে, এবং তা গতি পেয়েছে”।