Advertisment

বিধানসভা নির্বাচনের আগেই বিরাট ভাঙন বিজেপিতে, দল ছাড়লেন হেভিওয়েট নেতা

পদত্যাগের পাশাপাশি অন্য দলে যোগ দেওয়ার ইঙ্গিতও দিয়েছেন জয় নারায়ণ ব্যাস।

author-image
IE Bangla Web Desk
New Update
ujarat polls 2022, Jay Narayan Vyas, Ahmedabad, Gujarat BJP, Gujarat polls, Jay Narayan Vyas contesting, Gujarat polls latest news, Indian Express news"

পদত্যাগ করলেন দলের অন্যতম প্রবীণ নেতা ও এবং প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী জয় নারায়ণ ব্যাস।

সামনেই বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচনের নির্ঘণ্টও প্রকাশ করেছে কমিশন। এরমধ্যেই মোদীরাজ্যে বিজেপিতে বড় ভাঙন। পদত্যাগ করলেন দলের অন্যতম প্রবীণ নেতা ও এবং প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী জয় নারায়ণ ব্যাস।

Advertisment

 পদত্যাগের পাশাপাশি অন্য দলে যোগ দেওয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি। তবে  আসন্ন নির্বাচনে কোন দলের হয়ে লড়বেন তিনি তা নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি গুজরাটের এই হেভিওয়েট নেতা। তবে তিনি বলেছেন নির্দল প্রার্থী হিসাবে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান না।

পদত্যাগের পর তিনি এক সাংবাদিক সম্মেলনে বলেন, “আমি সিদ্ধপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করব কিন্তু নির্দল প্রার্থী হিসেবে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই না। তবে একান্তই যদি কোন বিকল্প না থাকে তবেই নির্দল প্রার্থী হিসাবে লড়াইয়ের ইঙ্গিত দিয়েছেন তিনি। তিনি বলেন, তা না হলে আমি আমার পছন্দের যে দলের হয়েই আসন্ন নির্বাচনে লড়াই করব"।

আরও পড়ুন: < সুষ্ঠ গণতন্ত্রের জন্য পরিকাঠামো বদল প্রয়োজন, মত নোবেলজয়ী অর্থনীতিবিদের >

বিজেপি নেতা জয় নারায়ণ ব্যাস বলেন, “এটা সত্যি যে আমি পদত্যাগ করেছি। বেশ কিছুদিন ধরেই দলের অন্দরে কোন্দল সামনে এসেছে। নির্বাচনে প্রার্থী পদ নিয়ে দলাদলিও চলছে। দলের একাধিক সিনিয়ার নেতাকেও নিশানা করা হচ্ছে"।

gujrat Election election commission
Advertisment