মোদীর নাম করে সরকারি টাকায় ফূর্তি! Z+ নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি…! পিএমও আধিকারিক হিসাবে ৬ মাস জম্মু ও কাশ্মীর সফর। সরকারি টাকায় দেদার ফূর্তি । হাভেভাবে দেখে যে কেউ তাঁকে দুঁদে আমলা বলে মনে করতে বাধ্য। অবশেষে হাটে হাঁড়ি ভাঙল। পুলিশের জালে ধরা পড়ল কিরণ প্যাটেল নামের এক ব্যক্তি। তাকে জেরা করতেই উঠে আসে মুখ্যমন্ত্রীর কার্যালয়ের (সিএমও) অতিরিক্ত জনসংযোগ আধিকারিক হিতেশ পান্ডিয়া’র ছেলে অমিত পান্ডিয়ার নাম, এবার তার জেরেই তিনি পদত্যাগ করলেন।
মুখ্যমন্ত্রীর কার্যালয়ের (সিএমও) অতিরিক্ত জনসংযোগ আধিকারিক (পিআরও) হিতেশ পান্ড্য। শুক্রবার তিনি পদত্যাগ করেন। কিরণ প্যাটেলের গ্রেফতারিতে নাম জড়ায় হিতেশ পাণ্ডিয়া ছেলের। এবিষয়ে ছেলে অমিতকে ইতিমধ্যেই তলব করা হয়েছে।
সরকারের সূত্রের খবর কিরণ প্যাটেল মামলায় তার ছেলে অমিত পান্ড্যকে তলব করার পর হিতেশ পান্ড্যকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়। রাজকোটের প্রাক্তন সাংবাদিক হিতেশ পান্ড্য প্রায় দুই দশক ধরে গুজরাটের সিএমওতে কাজ করছিলেন। শুক্রবার মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে দেখা করে তাঁর হাতেই তিনি তার পদত্যাগপত্র তুলে দেন। আরও জানা গিয়েছে কিরণ প্যাটেল জম্মু ও কাশ্মীরে ধরা পড়ার পরই হিতেশ পান্ডিয়া তাঁর সরকারি বাংলো খালি করেন।