Veteran Journalist Died: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত প্রবীণ সাংবাদিক কমল খান। এনডিটিভির কার্যকরী সম্পাদক পদে কর্মরত কমল উত্তর প্রদেশের ভোট প্রচারের খবর পরিবেশনার দায়িত্বে ছিলেন। তাঁর দীর্ঘ কর্মজীবনে একাধিক পুরস্কার পেয়েছেন এই সাংবাদিক। তাঁর ঝুলিতে আছে রমানাথ গোয়েঙ্কা এবং রাষ্ট্রপতির মাধ্যমে পাওয়া গনেশ শঙ্কর বিদ্যার্থী পুরস্কার। তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেন একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব।
কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি লেখেন, ‘কয়েকদিন আগেই কংগ্রেসের বৈঠকে কমল খানজির সঙ্গে অনেক কথা হয়েছে। ওর মতো প্রবীণ সাংবাদিকের অকাল প্রয়াণে আমি শোকাহত। সাংবাদিকতায় ওর মুল্যবোধ এবং মানুষের প্রতি দায়বদ্ধতা বেঁচে থাকবে। কমল খানজির পরিবারের প্রতি সমবেদনা রইল।‘
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল লেখেন, ‘প্রখ্যাত সাংবাদিক কমল খানজির অকাল প্রয়াণে আমি শোকস্তব্ধ। ওর শোকাহত পরিবারকে এই ক্ষতি বহন করার শক্তি দিক ভগবান।‘ ট্যুইট করেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও। তিনি লেখেন, ‘গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের কাছে কমল খানজির মৃত্যু বড় ক্ষতি। ওর অকাল প্রয়াণের খবরে আমিও শোকস্তব্ধ।‘
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে পড়তে থাকুন