Jagdeep Dhankhar: ভোর রাতে বুকে ব্যাথা, তড়িঘড়ি AIIMS -এ ভর্তি করা হল উপরাষ্ট্রপতিকে, কেমন আছেন ধনখড়?

Jagdeep Dhankhar: গুরুতর অসুস্থ উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। তাঁকে দিল্লির এইমসের হৃদরোগ বিভাগে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, গতকাল রাত ২টো নাগাদ দিকে তাকে দিল্লি এইমস-এ ভর্তি করা হয়। রাতে ঘুমানোর সময় তিনি অস্বস্তি এবং বুকে ব্যথা অনুভব করেছিলেন বলে জানা যাচ্ছে। এরপরই তড়িঘড়ি ধনখড়কে দিল্লির এইমসে ভর্তি করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
corruption in gta need audit says west bengal governor jagdeep dhankhar

গুরুতর অসুস্থ উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়

Jagdeep Dhankhar: গুরুতর অসুস্থ উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। তাঁকে দিল্লির এইমসের হৃদরোগ বিভাগে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, গতকাল রাত ২টো নাগাদ দিকে তাকে দিল্লি এইমস-এ ভর্তি করা হয়। রাতে ঘুমানোর সময় তিনি অস্বস্তি এবং বুকে ব্যথা অনুভব করেছিলেন বলে জানা যাচ্ছে। এরপরই তড়িঘড়ি ধনখড়কে দিল্লির এইমসে ভর্তি করা হয়েছে। 

Advertisment

সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদন অনুযায়ী, হাসপাতাল সূত্রে জানানো হয়েছে  ৭৩ বছর বয়সী উপরাষ্ট্রপতিকে রবিবার (৯ মার্চ, ২০২৫) ভোরে এইমসের হৃদরোগ বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর  অবস্থা স্থিতিশীল এবং তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এইমসের কার্ডিওলজি বিভাগের প্রধান ডাঃ রাজীব নারাংয়ের তত্ত্বাবধানে উপরাষ্ট্রপতির চিকিৎসা চলছে। তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে। চিকিৎসকদের একটি বিশেষ দল ধনখড়ের শারীরিক অবস্থা ক্রমাগত পর্যবেক্ষণ করছেন। 

উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে আজ ভোরে দিল্লির এইমসের কার্ডিওলজি  বিভাগে ভর্তি করা হয়। তাঁর অবস্থা স্থিতিশীল এবং তিনি পর্যবেক্ষণে আছেন এমনটাই এইমস সূত্রে জানা গিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ইতিমধ্যে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের  স্বাস্থ্যের খোঁজখবর নিতে এইমস-এ পৌঁছেছেন। জানা গিয়েছে ধনখড়ের চিকিৎসায় বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।  জগদীপ ধনখড় ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি। তিনি ১১ আগস্ট ২০২২ তারিখে ভারতের ১৪তম উপরাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন।

Jagdeep Dhankar