করোনা আক্রান্ত উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। মঙ্গলবার তাঁর কোভিড পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে। উপরাষ্ট্রপতির সংক্রমিত হওয়ার তাঁর দফতরের তরফে টুইটে জানানো হয়েছে। তবে সংক্রমণের কোনও লক্ষণ বেঙ্কাইয়া নাইডুর শরীরে নেই বলেও জানানো হয়েছে। আপাতত বাড়িতেই হোম কোয়ারিন্টে রয়েছেন উপরাষ্ট্রপতি।তাঁর স্ত্রী ঊষা নাইডুর র নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ। হোম আইসোলেশনে রয়েছেন তিনি।
টুইটে উল্লেখ, 'এ দিন সকালে বেঙ্কাইয়া নাইডুর রুটিন কোভিড পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় তাঁর করোনা ধরা পড়েছে। উপরাষ্ট্রপতি উপসর্গহীন। তিনি সুস্থ এবং স্বাভাবিক রয়েছেন। তাঁকে হোম কোয়রান্টিনে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।'
এর আগে বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী করোনা আক্রান্ত হয়েছেন। সংক্রমিত হতে দেখা যায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের। সম্প্রতি সংক্রমণের জেরে মৃত্যু হয়েছে রেল প্রতিমন্ত্রী সুরেশ অঙ্গাদির।
এর মধ্যেই বসে সংসদের বাদল অধিবেশন। বিশেষ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে মাত্র আট দিনের জন্য অধিবেশন চলে। রাজ্যসভার চেয়ারম্যান হিসাবে উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু সভা পরিচালনা করেন।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন