Advertisment

করমণ্ডল দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তের ছবি ভাইরাল, কী করছিলেন যাত্রীরা?

তদন্তের দায়িত্ব নিয়েছে সিবিআই।

author-image
IE Bangla Web Desk
New Update
Coromandel Express crashed in Odisha's Balasore

দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তে করমণ্ডল এক্সপ্রেসের ছবিটা সামনে এল। মোবাইলে বন্দি একটি ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যাতে দেখা যাচ্ছে, ট্রেনের কামরার ভিতরের ছবি। যেখানে কামরার ভিতরে যাত্রীদের একাংশ শুয়ে পড়েছেন, এমনটাই দেখা যাচ্ছে।

Advertisment

পাশাপাশি, ভিডিওয় দেখা গিয়েছে এক ট্রেনকর্মী সেই সময় কামরার মেঝে লম্বা ঝাড়ু দিয়ে পরিষ্কার করছেন। হঠাৎ মোবাইলটা নড়ে ওঠে। মোবাইলের আলো বন্ধ হয়ে যায়। আর, শোনা যায় চিৎকার। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এই ছবিটি করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার আগের মুহূর্তের ছবি বলে দাবি করা হয়েছে। সেকথা জানার পর ভাইরাল হয়েছে ভিডিওটি।

গত সপ্তাহেই চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার মুখে পড়েছিল। একটি মালগাড়ির পিছনে ধাক্কা মেরে দ্রুতগতিতে ছুটে আসা করমণ্ডল এক্সপ্রেস লাইনচ্যুত হয়। তার ইঞ্জিন মালগাড়ির ওপরে উঠে যায়। একটি কামরা আবার ডাউন লাইনে গিয়ে পড়ে। যাতে উলটো পথ ধরে আসে বেঙ্গালুরু-হাওড়া যশবন্তপুর এক্সপ্রেস ধাক্কা মারে। যার জেরে লাইনচ্যুত হয় যশবন্তপুর এক্সপ্রেসের কামরাও।

এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২৭৫ জন মারা গিয়েছেন। আহত হয়েছেন ১,০০০ জনেরও বেশি। উদ্ধারকাজে ২,০০০-এরও বেশি কর্মীকে কাজে লাগানো হয়েছিল। তাঁরা ট্রেনের কামরার ইস্পাতগুলো কেটে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করেছেন। দুর্ঘটনায় নিহতদের অনেকের দেহ সময়মতো শনাক্ত করা সম্ভব হয়নি। অনেকে এখনও পরিবারের হারানো সদস্যকে খুঁজে পাননি।

এই ভয়াবহ দুর্ঘটনায় যাঁরা বেঁচে গিয়েছেন, তাঁরা বর্তমানে ভিডিও বা ছবি এবং তাঁদের অভিজ্ঞতার কথা বর্ণনা করছেন। এমন বহু ক্লিপে সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছে। সেই সব ক্লিপের কোনটা সত্যি, কোনটাই বা মিথ্যে, তা খুঁজে বের করা দুঃসাধ্য হয়ে উঠেছে সকলের কাছেই। ফলে, এই ভিডিওটির সত্যতাও যাচাই করা যায়নি।তবে, ওড়িশার বালেশ্বরে দুর্ঘটনাটি ঘটেছিল। আর, এই ভিডিওটিও ওড়িশা টিভি শেয়ার করেছে।

আরও পড়ুন- ‘কারও বাবার চাকর নই’, ইডির দফতরে হাজিরা দিচ্ছেন না অভিষেক

এই দুর্ঘটনা কি স্রেফ দুর্ঘটনা নাকি নাশকতা, তা জানতে শুরু হয়েছে তদন্ত। ইতিমধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এই ঘটনার তদন্তভার হাতে নিয়েছে। সিবিআই আধিকারিকরা দুর্ঘটনাস্থল বাহানাগা রেলওয়ে স্টেশন, এর প্যানেল রুম, রেকর্ড রুম এবং রিলে রুম পরিদর্শন করেছেন। সঙ্গে, তদন্তের অংশ হিসেবে সেখানকার কর্মীদের সঙ্গেও কথা বলেছেন।

Orissa Train Accident Death
Advertisment