Advertisment

সীমা ছাড়িয়ে গেল খালিস্তানিরা! আমেরিকার গুরুদ্বারে ভারতীয় রাষ্ট্রদূতকে চরম হেনস্থা

আমেরিকায় ভারতীয় রাষ্ট্রদূত তারানজিৎ সিং সান্ধুর সঙ্গে হাতাহাতির ঘটনা প্রকাশ্যে এসেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Taranjit Singh Sandhu, Taranjit Singh Sandhu heckled, Indian envoy heckled, Indian Ambassador to US heckled, Taranjit Singh Sandhu heckled in US gurdwara, Taranjit Singh Sandhu heckled new york gurdwara, Hicksville Gurdwara, Hardeep Singh Nijjar, Gurpatwant Singh Pannun, Nijjar killing, india Canada diplomatic row, india Canada tensions, india Canada relations",

আমেরিকায় ভারতীয় রাষ্ট্রদূত তারানজিৎ সিং সান্ধুর সঙ্গে হাতাহাতির ঘটনা প্রকাশ্যে এসেছে।

সীমা ছাড়িয়ে গেল খালিস্তানিরা! আমেরিকায় গুরুদ্বারে ভারতীয় রাষ্ট্রদূত তারানজিৎ সিং সান্ধুর সঙ্গে হাতাহাতি। আর সেই ঘটনা সোশ্যাল মিডিয়া ভাইরাল হতেই রীতিমত শোরগোল পড়ে গিয়েছে।

Advertisment

আমেরিকায় ভারতীয় রাষ্ট্রদূত তারানজিৎ সিং সান্ধুর সঙ্গে হাতাহাতির ঘটনা প্রকাশ্যে এসেছে। নিউইয়র্কের একটি গুরুদ্বারে ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে দুর্ব্যবহার করেছে খালিস্তান সমর্থকরা। গুরু পর্ব উপলক্ষে ভারতীয় রাষ্ট্রদূত প্রার্থনা করতে নিউ ইয়র্কের এক গুরুদ্বারে এসে পৌঁছালে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, খালিস্তানি সমর্থকদের একটি দল সান্ধুকে ধাক্কা মারছে। এই সময় এই খালিস্তানপন্থী সমর্থকদের হরদীপ সিং নিজ্জার এবং গুরপতবন্ত সিং পান্নুন সম্পর্কে বিবৃতি দিতেও শোনা গিয়েছে।

আমেরিকায় ভারতীয় রাষ্ট্রদূত তারাঞ্জিত সিং সান্ধুকে চরম হেনস্থা। সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে সেই ভিডিও। মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় রাষ্ট্রদূত তারানজিৎ সিং সান্ধু যখন নিউইয়র্কের লং আইল্যান্ড-এ হিকসভিল গুরুদ্বার পরিদর্শনে আসেন তখন খালিস্তানি সন্ত্রাসবাদী হরদীপ সিং নিজ্জার হত্যায় ক্ষুব্ধ খালিস্তানি সমর্থকদের একটি দল তাকে ঘিরে ফেলে আক্রমণ করে। রাষ্ট্রদূত তারানজিৎ সিং সান্ধু গুরুদ্বারে গিয়েছিলেন গুরুপর্ব উপলক্ষে প্রার্থনা করতে। তবে ঘটনার পরপরই সান্ধু গুরুদ্বার ছেড়ে চলে যান।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও অনুসারে, খালিস্তানি সমর্থকদের দলকে তারাজিৎ সিং সান্ধুকে ধাক্কা মারতে দেখা যায়। এই সময় এই খালিস্তানি সমর্থকদের হরদীপ সিং নিজ্জার এবং গুরপতবন্ত সিং পান্নুন সম্পর্কে বিবৃতি দিতেও শোনা যায়।

কেন হেনস্থা?

সংবাদ সংস্থা এএনআই-এর তথ্য অনুসারে, ভাইরাল ভিডিওতে, ভারতীয় রাষ্ট্রদূত তারানজিৎ সিং সান্ধুকে তার গাড়িতে গুরুদ্বার প্রাঙ্গণ ছেড়ে যেতে দেখা যায়। সেখানে উপস্থিত এক খালিস্তানি বিক্ষোভকারীকে গুরুদ্বারের বাইরে খালিস্তানি পতাকা নাড়তেও দেখা যায়। ঘটনার কারণে অবিলম্বে গুরুদ্বার ছেড়ে চলে যেতে বাধ্য হন সান্ধু। তারানজিৎ সিং সান্ধুর সঙ্গে খালিস্তানি সমর্থকদের বাকবিতণ্ডার ভিডিওটিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ভিডিওতে খালিস্তানি সমর্থকরা ভারতীয় রাষ্ট্রদূতকে বলছেন, 'আপনিঅ হরদীপ সিং নিজরের খুনি। গুরপতবন্ত সিং পান্নুকে হত্যার ষড়যন্ত্র করছেন…'

ভারতের উদ্বেগ

কানাডা, ব্রিটেন, অস্ট্রেলিয়া এমনকি আমেরিকার মতো দেশগুলিতে খালিস্তানি আন্দোলনের ঘটনা বেশ কয়েকদিন ধরেই বৃদ্ধি পেয়েছে। জুলাই মাসে একটি মর্মান্তিক ঘটনায়, খালিস্তান সমর্থকদের একটি দল সান ফ্রান্সিসকোতে ভারতীয় কনস্যুলেটে আগুন ধরিয়ে দেয়। এর আগে, সান ফ্রান্সিসকোতে ভারতীয় কনস্যুলেটে ১৯ মার্চ খালিস্তানপন্থী বিক্ষোভকারীরা আক্রমণ করেছিল।

কানাডার অভিযোগ

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, খালিস্তানি সমর্থকদের নেতৃত্বে ছিলেন হিম্মত সিং। হরদীপ সিং নিজ্জার হত্যায় ভারতের হাত রয়েছে বলেও অভিযোগ। আমেরিকা, ব্রিটেন, কানাডা এবং অস্ট্রেলিয়ায় ভারত বিরোধী খালিস্তানিপন্থী কার্যকলাপ গত কয়েকমাসে ব্যপক বৃদ্ধি পেয়েছে। ভারত ইতিমধ্যেই এই নিয়ে দেশগুলির কাছে তার উদ্বেগ প্রকাশ করেছে। সম্প্রতি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো খালিস্তানি সন্ত্রাসবাদী হরদীপ সিং নিজ্জারকে হত্যার জন্য ভারতকে অভিযুক্ত করেছিলেন। ভারত এই অভিযোগ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। কানাডার অভিযোগের পর দুই দেশের কূটনৈতিক সম্পর্কও উত্তপ্ত হয়ে উঠেছে।

পান্নু হত্যার ষড়যন্ত্র নস্যাৎ করার দাবি

গত সপ্তাহে, ব্রিটিশ সংবাদপত্র ফিন্যান্সিয়াল টাইমস তার প্রতিবেদনে, এক আমেরিকান কর্মকর্তার বিবৃতি উল্লেখ করে দাবি করেছিল যে আমেরিকা তার মাটিতে খালিস্তানি সন্ত্রাসবাদী এবং শিখ ফর জাস্টিসের প্রধান গুরপতবন্ত সিং পান্নুকে হত্যার ষড়যন্ত্র নস্যাৎ করেছে এবং এ নিয়ে ভারতের কাছে অভিযোগ করেছে।

Khalistani
Advertisment