Advertisment

যুবককে রাস্তায় ফেলে মার-গায়ে প্রস্রাব, যোগীরাজ্যে ভয়াবহ কাণ্ড, গ্রেফতার অভিযুক্ত

সোশ্যাল মিডিয়ায় ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পরে পুলিশ ঘটনাটি আমলে নিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Video of man urinating on injured man goes viral, 1 held in Agra

প্রতীকী ছবি।

মধ্যপ্রদেশের পর এবার যোগীরাজ্য উত্তরপ্রদেশ। আহত ব্যক্তির উপর প্রস্রাব করার অভিযোগে আগ্রা থেকে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ৩০ সেকেন্ডের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, আহত ব্যক্তিকে রাস্তায় ফেলে লাথি মারছে অভিযুক্ত। তার পর তাঁর উপর প্রস্রাব করে দেয় অভিযুক্ত।

Advertisment

ভিডিও ভাইরাল হতেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, তিন চার মাসের পুরনো ভিডিও।

"পুলিশ একজন অভিযুক্তকে গ্রেফতার করেছে এবং অন্যদের জন্য তল্লাশি চলছে," ডেপুটি পুলিশ কমিশনার (শহর) সুরজ কুমার রাই জানিয়েছেন।

টুইটারে প্রকাশিত একটি ভিডিও বিবৃতিতে, অফিসার বলেছেন যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পরে পুলিশ ঘটনাটি আমলে নিয়েছে।

আরও পড়ুন মণিপুর হিংসা: মুখ্যমন্ত্রীর নিন্দায় পোস্ট, পুলিশের হাত থেকে ছিনিয়ে যুবককে পিটিয়ে খুন করল মেইতেইরা

“তদন্ত করার পরে, পুলিশ দেখেছে যে এই বিষয়ে আগ্রার কোনও থানায় আক্রান্তের দ্বারা কোনও অভিযোগ দায়ের করা হয়নি। পরে, দেখা গেছে যে ভিডিওটি তিন-চার মাস পুরানো এবং অভিযুক্তকে আদিত্য হিসাবে চিহ্নিত করা হয়েছে,” তিনি যোগ করেছেন।

অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা ৩০৭ (খুনের চেষ্টা) এবং অন্যান্য বিধানের অধীনে মামলা করা হয়েছে।

yogi adityanath uttar pradesh
Advertisment