Advertisment

Drinking alcohol on Dal Lake: ডাল লেকের শিকারা যাত্রায় আয়েসে মদ্যপান, ক্ষোভে ফেটে পড়ল কাশ্মীর

মদ্যপানের ভিডিও ঘিরে ধুন্ধুমার। ভিডিও সামনে আসতেই উপত্যকার রাজনৈতিক ও ধর্মীয় নেতারা এর প্রতিবাদে সরব হয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
dal lake

"জম্মু ও কাশ্মীর প্রশাসনকে অবশ্যই পাবলিক মদ্যপান নিষিদ্ধ করার আইন কঠোরভাবে প্রয়োগ করতে হবে," তিনি বলেছিলেন। "আমাদের অতিথিপরায়ণ লোকেরা পর্যটকদের সম্মান করে তবে অনৈসলামিক ও অনৈতিক কাজ গ্রহণযোগ্য হবে না।" (ছবি: স্ক্রিনশট)

Dal Lake Viral Video: শ্রীনগরের ডাল লেকে শিকারা যাত্রার সময় পর্যটকদের মদ্যপানের একটি ভিডিও ঘিরে ধুন্ধুমার। ভিডিও সামনে আসতেই উপত্যকার রাজনৈতিক ও ধর্মীয় নেতারা এর প্রতিবাদে সরব হয়েছেন।

Advertisment

ন্যাশনাল কনফারেন্সের প্রধান মুখপাত্র তানভীর সাদিক বলেছেন, “ডাল হ্রদের শিকারায় মদ্যপানকারী পর্যটকদের অশ্লীল কাজের তীব্র নিন্দা জানাই। 'কাশ্মীর বাদল রাহা হ্যায়' আড়ালে, সরকারকে অবশ্যই মনে রাখতে হবে যে এই ধরনের আচরণ এখানে গ্রহণযোগ্য নয়"। তিনি আরও বলেছেন, "কাশ্মীরের মানুষ প্রকাশ্যে অশ্লীলতা বা জনসমক্ষে মদ্যপান পছন্দ করে না। পর্যটনের আড়ালে এই ধরণের কাজ অবিলম্বে বন্ধ করতে হবে"।

এর পাশাপাশি তিনি আরও বলেন, "জম্মু ও কাশ্মীর প্রশাসনকে অবশ্যই প্রকাশ্যে মদ্যপান নিষিদ্ধ করার আইন কঠোরভাবে প্রয়োগ করতে হবে, এখানকার মানুষ পর্যটকদের সম্মান করে তবে অনৈতিক কাজ গ্রহণযোগ্য হবে না।"

গুলাম নবী আজাদের গণতান্ত্রিক প্রগতিশীল আজাদ পার্টির মুখপাত্র সালমান নিজামিও ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, "কাশ্মীরের শিকারায় প্রকাশ্যে মদ খাওয়া অগ্রহণযোগ্য,"। একই সঙ্গে তিনি আরও উল্লেখ করেছেন “এ ধরনের আচরণ আমাদের সংস্কৃতি ও সমাজকে নষ্ট করে। আমি ক্লিপটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিয়েছি। এই সব পর্যটকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।”

আরও পড়ুন : < Kolkata Metro: অভূতপূর্ব তৎপরতা মেট্রোর! যাত্রী-স্বার্থে আরও এক ফাটাফাটি উদ্যোগের ঢালাও প্রশংসা! >

মুত্তাহিদা মজলিস-ই-উলামা-এর তরফে মিরাজ উমর ফারুক একটি বিবৃতিতে বলেছে, “যদিও কাশ্মীরের প্রকাশ্যে মদ পান করা কঠোরভাবে নিষিদ্ধ, কেন এবং কিভাবে এই সকল পর্যটকদের অনুমতি দেওয়া হয়েছে তা চিন্তার বিষয়। কাশ্মীরের মানুষ অতিথিপরায়ণ এবং অতিথি হিসেবে উপত্যকায় আসা পর্যটকদের সম্মান করে। যাইহোক, মুসলিম সংখ্যাগরিষ্ঠ উপত্যকায় এই ধরনের অনৈতিক কাজ বরদাস্ত করা হবে না"।

পাশাপাশি হোটেল মালিক এবং হাউসবোট এবং শিকারার মালিকদের এই ধরনের কাজগুলির উপর নজর রাখার জন্য আবেদন জানানো হয়েছে। পর্যটকদের কাছেও "কাশ্মীরের নৈতিক ও ধর্মীয় নীতিকে সম্মান করার" আহ্বান জানানো হয়েছে।

স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় তাদের অসন্তোষ প্রকাশ করেছেন, ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধে কঠোর ব্যবস্থা আহ্বান জানিয়েছেন। বশির আহমেদ, এলাকার বাসিন্দা বলেন, “পর্যটকদের স্থানীয় রীতিনীতি ও ঐতিহ্যকে সম্মান করা উচিত। জনসমক্ষে মদ্যপান করা, বিশেষ করে এমন গুরুত্বপূর্ণ জায়গায়, অত্যন্ত অসম্মানজনক,” ।

Viral Video kashmir
Advertisment