/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/04/ie-mahakaleshwar-temple.jpg)
মধ্যপ্রদেশের উজ্জয়িনের মহাকালেশ্বর মন্দিরের নিষিদ্ধ এলাকায় ভিডিও শুট করতে বাধা দেওয়া হয়েছিল মহিলাদের। (সূত্র: মধ্যপ্রদেশ পর্যটন)
রেল স্টেশন থেকে মন্দির রিলের দৌরাত্ম সর্বত্রই। রিলের নেশায় বুদ তরুণ প্রজন্মের একাংশ। আর এই রিল বানাতে গিয়েই সংবাদ শিরোনামে দুই দুই মহিলা। রিল করতে বারণ করায় মধ্যপ্রদেশের উজ্জয়নের মহাকালেশ্বর মন্দিরের রক্ষীকে বেদম প্রহার করলেন দুই মহিলা। পুলিশ জানিয়েছে ভিডিও শুট করতে বাধা দেওয়ার তিনজন মহিলা নিরাপত্তারক্ষীকে দুই মহিলা এবং আরও কয়েকজনকে মারধর করেছে বলে অভিযোগ রয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
শনিবার মহাকালেশ্বর মন্দির প্রাঙ্গণে হুলস্থূল! রিল করতে বারণ করায় তিন মহিলা রক্ষীকে মারধর করেন দুই মহিলা ও সঙ্গে থাকা আরও বেশ কয়েকজন। এই মর্মে থানায় একটি অভিযোগও জমা পড়ে। এরপরই ঘটনার তদন্তে নামেন মহাকাল থানার পুলিশ।
মহাকাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক অজয় ভার্মা বলেছেন, 'দুই মহিলা এবং মন্দির চত্বরে 'নিষিদ্ধ এলাকায়' ভিডিও রিল শ্যুট করতে গেলে তাদের বাধা দেয় মন্দিরের নিরাপত্তার দায়িত্বে থাকা রক্ষীরা। এরপরই ওই তিন মহিলা রক্ষীর উপর চড়াও হন দুই মহিলা। পরে আরও আরও কয়েকজন তিনজন মহিলা রক্ষীকে মারধর করেন বলে অভিযোগ জমা পড়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে'।