/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/12/Vijay-Diwas.jpg)
কলকাতায় বিজয় দিবসের অনুষ্ঠান
বিজয় দিবস উপলক্ষে ১৯৭১-এর মুক্তিযুদ্ধে শহীদ হওয়া ১২ জন ভারতীয় সেনাকে শ্রদ্ধা জানাল বাংলাদেশ। '৭১-এর ভারত-পাকিস্তান যুদ্ধে নিহত সাতজন ভারতীয় সেনা, দুই বায়ুসেনা আধিকারিক, দুই বিএসএফ আধিকারিক এবং একজন নৌসেনার পরিবারকে সম্মান জানাল বাংলাদেশের মুক্তিযুদ্ধ মন্ত্রক।
মন্ত্রী একেএম মোজাম্মেল হক কলকাতার ফোর্ট উইলিয়ামে এসে শহীদদের পরিবারের হাতে স্মারক তুলে দেন। বাংলাদেশের এই উদ্যোগের প্রশংসা করেছে ভারত। পূর্ব ভারতের সেনার দায়িত্বে থাকা লেফটেন্যান্ট জেনেরাল নারাভানে বলেছেন, "মানবতার সংকটের জন্য আমাদের এই যুদ্ধ চালাতে হয়েছিল। দুই দেশের যুদ্ধের ফলে তৃতীয় একটি দেশের জন্ম হয়েছে, এমন ঘটনা ইতিহাসে বিরল। এক্ষেত্রে পাকিস্তান সেনা নিশ্চিহ্ন হয়ে জন্ম নিল বাংলাদেশ।"
47th Vijay Diwas Celebrations 2017, commemorating victory of Indian Forces and Mukti Bahini over Pakistani forces during 1971 War for Liberation of Bangladesh in 1971 was held at Vijay Smarak at Fort William, Kolkata on 16 December 2017. pic.twitter.com/RTnFwt4twm
— Defence Spokesperson (@SpokespersonMoD) December 18, 2017
১৯৭১ এর ১৬ ডিসেম্বর ভারত-পাকিস্তান যুদ্ধে ভারতের জয়কে প্রতি বছর বিজয় দিবস হিসেবে উদযাপন করে থাকে বাংলাদেশ।
আরও পড়ুন, ‘এমনও তো হতে পারে, মমতাকে জেলে যেতে হল’
On #VijayDiwas I salute the brave soldiers of the Indian Army who fought valiantly in the 1971 war and defeated the Pakistan Army. Jai Hind
— Mamata Banerjee (@MamataOfficial) December 16, 2018
বিজয় দিবস উপলক্ষ্যে ভারতের শহীদ সেনাদের শ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। টুইটে তিনি লিখেছেন, "৭১-এর মুক্তি যুদ্ধে যে ভারতীয় সেনারা বীরত্বের সঙ্গে লড়াই করে পাকিস্তানকে হারিয়েছিলেন, তাঁদের সম্মান জানাই।"