আরও বিপাকে বিজয় মাল্য়। ইডি-র অনুরোধে এবার ফ্রান্সে লিকার ব্য়ারনের সম্পত্তি বাজেয়াপ্ত করল সে দেশের প্রশাসন। প্রায় ১৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। ফ্রান্সে বিজয় মাল্য়র সম্পত্তি ১.৬ মিলিয়ন ইউরো, যা ভারতীয় মুদ্রায় ১৪ কোটি টাকা।
এ প্রসঙ্গে এক বিবৃতিতে ইডি-র তরফে জানানো হয়েছে যে, তাদের অনুরোধে ফ্রান্সের ৩২ অ্য়াভিনিউ FOCH-এ মাল্য়র সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।
আরও পড়ুন: পুলওয়ামার মতো নাগরোটা এনকাউন্টারের তদন্তভার NIA-কে দিল কেন্দ্র
প্রসঙ্গত, ২০১৬ সালের মার্চ মাস থেকে ব্রিটেনে রয়েছেন মাল্য়। ভারতের প্রত্য়র্পণের বিরুদ্ধে মাল্য়র আর্জি খারিজ করে দিয়েছে সে দেশের সুপ্রিম কোর্ট। প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র, আর্থিক তছরুপের মামলায় অভিযুক্ত বিজয় মাল্য়। গত ২১ মে ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছিল যে মাল্য়র প্রত্য়র্পণের বিষয়ে ব্রিটিশ সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে নয়া দিল্লি। উল্লেখ্য়, মাল্য়কে প্রত্য়র্পণের জন্য় ব্রিটেনের আদালতে ‘গোপনে’ আইনি প্রক্রিয়া চলছে বলে সর্বোচ্চ আদালতে জানিয়েছিল কেন্দ্র সরকার।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন