Advertisment

স্বস্তিতে বিজয় মালিয়া, দেউলিয়া মামলার শুনানি স্থগিত ব্রিটিশ হাইকোর্টে

একাধিক ভারতীয় ব্যাঙ্ক থেকে মোটা অঙ্কের ঋণ পরিশোধ না করেই ব্রিটেনে চলে যান বিজয় মালিয়া। তাঁর বিরুদ্ধে ব্রিটিশ হাইকোর্টে মামলা রুজু করে স্টেট ব্যাঙ্কের নেতৃত্বাধীন ভারতীয় ব্যাঙ্ক কনসর্টিয়াম।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সাময়িক স্বস্তিতে বিজয় মালিয়া।

আপাতত স্বস্তিতে 'ঋণখেলাপি' ও 'পলাতক' ব্যবসায়ী বিজয় মালিয়া। এসবিআই-এর নেতৃত্বাধীন ভারতীয় ব্যাঙ্কের কনসর্টিয়ামের তাঁর বিরুদ্ধে যে দেউলিয়া মামলা করেছিল তার শুনানি চলছিল ব্রিটিশ হাইকোর্ট। সেই মামলারই শুনানি স্থগিত রাখল ব্রিটিশ হাইকোর্ট।

Advertisment

আদালত জানিয়েছে, যতক্ষণ পর্যন্ত না ভারতীয় সুপ্রিম কোর্টে বিচারাধীন আর্থিক প্রতারণা মামলায় মালিয়ার আবেদনের রায় হচ্ছে এবং কর্নাটক হাইকোর্টে তাঁর মিমাংসা প্রস্তাবের কোনও নিস্পত্তি হচ্ছে, তত দিন পর্যন্ত প্রাক্তন এই লিকার ব্যারনকে সময় দেওয়া উচিত। রায়ে বিচারক মাইকেল ব্রিগস বলেন, ‘এই দেউলিয়া ঘোষণা করার আবেদন সব দিক দিয়েই নজিরবিহীন। যে সময় ভারতের আদালতে বকেয়া ঋণ আদায়ের জন্য ভারতীয় ব্যাঙ্কগুলি মামলা করেছে, ঠিক তখনই ব্রিটিশ আদালতে অভিযুক্তকে দেউলিয়া ঘোষণা করার জন্য চাপ দেওয়া হচ্ছে।'

আরও পড়ুন- লকডাউনে সরকারের থেকে সাহায্যের আবেদন মালিয়ার

বিচারপতি জানিয়েছেন, 'মামলার আবেদনে প্রয়োজনীয় সংস্কার ও অভিযুক্তকে ঋণ পরিশোধের উদ্দেশে সময় দেওয়ার জন্য এই আবেদনের শুনানি আপাতত স্থগিত রাখা হচ্ছে।'

একাধিক ভারতীয় ব্যাঙ্ক থেকে মোটা অর্থের ঋণ পরিশোধ না করেই ব্রিটেনে চলে গিয়ে আশ্রয় নিয়েছেন বিজয় মালিয়া। তাঁর বিরুদ্ধে ব্রিটিশ হাইকোর্টে মামলা রুজু করে স্টেট ব্যাঙ্কের নেতৃত্বাধীন ভারতীয় ব্যাঙ্ক কনসর্টিয়াম।

Read  the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

national news
Advertisment