Advertisment

দেশের সংশোধনাগার নিয়ে এক সুর বিজয় মালিয়া ও মেহুল চোকসির

ইন্টারপোলের কাছে নীরব মোদির মামা জানিয়েছেন যে, এ দেশের সংশোধনাগারে মানবাধিকার লঙ্ঘিত হয়। শুধু তাই নয়, এ দেশে তাঁর বিরুদ্ধে যেভাবে মিডিয়া সরব হয়েছে তাতে বিচারব্যবস্থা প্রভাবিত হতে পারে।

author-image
IE Bangla Web Desk
New Update
Mehul Choksi, মেহুল চোকসি

মেহুল চোকসি। ফাইল ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

এবার দেশের এক ওয়ান্টেডের সুরেই সুর মেলালেন আরেক ওয়ান্টেড। লিকার ব্যারন বিজয় মালিয়ার মতোই এবার দেশের সংশোধনাগারের হাল নিয়ে সরব হলেন আরেক পলাতক, জালিয়াতি অভিযুক্ত মেহুল চোকসি। বিজয় মালিয়ার প্রত্যর্পণের মামলা আপাতত চলছে লন্ডনের আদালতে। আর এই মামলা লড়তে গিয়েই আদালতে ভারতের সংশোধনাগারের করুণ অবস্থা নিয়ে সোচ্চার হয়েছিলেন মালিয়া। তবে শুধু মালিয়াই নন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে কয়েক হাজার কোটি টাকার তছরুপ মামলায় অভিযুক্ত হীরে ব্যবসায়ী মেহুল চোকসিও এ দেশের সংশোধনাগারের অবস্থা নিয়ে আওয়াজ তুলেছেন।

Advertisment

ইন্টারপোলের কাছে নীরব মোদির মামা জানিয়েছেন, এ দেশের সংশোধনাগারে মানবাধিকার লঙ্ঘিত হয়। শুধু তাই নয়, এ দেশে তাঁর বিরুদ্ধে যেভাবে মিডিয়া সরব হয়েছে তাতে বিচারব্যবস্থা প্রভাবিত হতে পারে। সূত্র মারফৎ জানা গিয়েছে, অ্যান্টিগুয়া ও বার্বুডাতে মেহুল চোকসি আত্মগোপন করে রয়েছেন।

এ সপ্তাহের শুরুর দিকে চোকসির বক্তব্যের জবাব দিতে গিয়ে সিবিআই জানিয়েছিল, এ দেশের সংশোধনাগারগুলি রক্ষণাবেক্ষণ করা হয়। সিবিআই-এর তরফে আরও জানানো হয় যে এ মামলায় আরেক অভিযুক্তও সংশোধনাগারে ছিলেন, যিনি পরে জামিন পান, তিনিও সংশোধনাগারের পরিকাঠামো নিয়ে কোনও অভিযোগ করেননি।

আরও পড়ুন, গৌরী লঙ্কেশসহ চার বুদ্ধিজীবীর হত্যা: গোলোকধাঁধার মধ্যে কী রয়েছে?

অন্যদিকে, মিডিয়া ট্রায়াল নিয়ে মেহুল চোকসির দাবির প্রেক্ষিতে সিবিআইয়ের তরফে জানানো হয় যে, বিচারব্যবস্থার পরিকাঠামো এমন ভাবেই তৈরি যে, শুধু সংবাদমাধ্যমই নয়, অন্য কেউই বিচারব্যবস্থাকে প্রভাবিত করতে পারবে না। সূত্র মারফৎ সংশোধনাগারে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রসঙ্গে সিবিআই-এর তরফে জানানো হয়েছে যে, সব রাজ্যে মানবাধিকার কমিশন রয়েছে। তাছাড়া কেন্দ্রেও মানবাধিকার কমিশন রয়েছে, ফলে কোনও অভিযোগ এলে তা এখানেই খতিয়ে দেখা হবে।

অভিযুক্তদের নিরাপত্তা প্রসঙ্গে সিবিআই জানিয়েছে, দেশে নির্দিষ্ট আইন রয়েছে, যেখানে অভিযুক্তদের নিরাপত্তার কথা বলা হয়েছে। এ প্রসঙ্গে এক আধিকারিক বলেন, "চোকসি নিজেই ওঁর বিরুদ্ধে জারি হওয়া জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানাকে চ্যালেঞ্জ করেছেন সিবিআইয়ের বিশেষ আদালতে। যে মামলার রায় আগামী মাসেই দিতে চলেছে আদালত। এটা দেখেই বোঝা যায় যে, আইনি দিক নিয়ে উনি যথেষ্ট ওয়াকিবহাল।"

গত ২ জুলাই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে কয়েক হাজার কোটি টাকার কেলেঙ্কারিতে সিবিআইয়ের আর্জি মেনে নীরব মোদি, তাঁর ভাই নীশাল মোদি ও ঘনিষ্ঠ সুভাষ পরবের বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করেছে ইন্টারপোল। গত ২৯ মে মেহুল চোকসির বিরুদ্ধেও রেড কর্নার নোটিস জারির আর্জি জানায় সিবিআই। যদিও এই আর্জি নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি ইন্টারপোল। অন্যদিকে তাঁর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করার বিরোধিতা জানিয়েছেন নীরবের মামা।

Nirav Modi Mehul Choksi pnb scam
Advertisment