Advertisment

'সব টাকা ফিরিয়ে দিচ্ছি, দয়া করে নিন', সোশাল মিডিয়ায় 'বিজয়'বার্তা

এর আগে মালিয়া জানিয়েছিলেন, দেশের জেলগুলোর অস্বাস্থ্যকর পরিবেশ তার বসবাসের যোগ্য নয়। কিন্তু সে সব যুক্তিও ক্রমশ দুর্বল হয়ে পড়ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ছবি-ইন্ডিয়ান এক্সপ্রেস

ঋণ খেলাপি মামলায় বিলেতের আদালত আর দিন পাঁচেকের মধ্যেই রায় দিতে চলেছে। তার আগেই সোশাল মিডিয়ায় পোস্ট করে শোরগোল ফেললেন ধনকুবের শিল্পপতি বিজয় মালিয়া।

Advertisment

ব্যাঙ্কের কাছ থেকে প্রায় ৯০০০ কোটি টাকার ঋণ নিয়ে শোধ না করে দেশ ছেড়েছিলেন মালিয়া। তার বিরুদ্ধে মূল অভিযোগ এটাই। বুধবার সকালে বিজয় মালিয়া টুইট করে বলেন,  ‘‘জ্বালানির দাম বেড়ে যাওয়ার কারণেই লোকসান করতে শুরু করেছিল কিংফিশার এয়ারলাইনস। জ্বালানি কিনতেই সব টাকা খরচ হয়ে যাচ্ছিল। আমি আগেও ব্যাঙ্ক গুলিকে সব টাকা ফেরত দেওয়ার কথা জানিয়েছিলাম।

"রাজনৈতিক দল এবং গণমাধ্যম রটিয়ে বেরিয়েছে, আমি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের টাকা নিয়ে পালিয়ে গিয়েছিলাম। এটি মিথ্যে অভিযোগ', অন্য একটি টুইটে আবারও উল্লেখ করলেন লিকার ব্যারন।

আরও পড়ুন, বিজয় মালিয়াকে আটকানোর দরকার নেই, লিখিত ভাবে জানিয়েছিল সিবিআই

এই মুহূর্তে বেশ অস্বস্তিতেই রয়েছেন বিজয় মালিয়া। বিলেতের আদালতের পক্ষ থেকে কিংফিশার কর্ণধারকে দেশেই পাঠানোর সম্ভাবনা প্রবল। এর আগে মালিয়া জানিয়েছিলেন, দেশের জেলগুলোর অস্বাস্থ্যকর পরিবেশ তার বসবাসের যোগ্য নয়। কিন্তু সে সব যুক্তিও ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। ক্রমশ কোণঠাসা হয়ে আসার আশঙ্কা থেকেই সুর নরম করছেন মালিয়া, দেশের রাজনীতিকদের একাংশের সেই রকমই ধারণা।

Read the full story in English

New Delhi
Advertisment