/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/02/malia-1.jpg)
সাময়িক স্বস্তিতে বিজয় মালিয়া।
লকডাউনের তাঁর সব কোম্পানির উৎপাদন বন্ধ। তাই সরকারি সাহায্যে আবেদন করলেন 'ঋণখেলাপি'-'পলাতক' ব্যবসায়ী বিজয় মালিয়া।
টুইটে সাহায্যের আবেদন জানিয়েছেন মালিয়া। তাঁর বার্তা, 'ভারত সরকারের লকডাউনের সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই। আমার সব কোম্পানিতেও উত্পাদন বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতেও আমি কোনও কর্মচারীর বেতন বন্ধ করিনি। কিন্তু, এবার সরকারি সাহায্যের প্রয়োজন।'
আরও পড়ুন: করোনা কবলে বিশ্ব অর্থনীতি, মন্দা থেকে পাড় পেতে পারে ভারত-চিন
কিংফিশার এয়ারলাইন্সের জন্য নেওয়া সব টাকা তিনি ফিরিয়ে দিতে চান। কিন্তু ব্যাঙ্ক বা এনফোর্সেন্ট ডিরেক্টোরেট, কেউই তাঁর এই আবেদনে সাড়া দেয়নি বলে আরেকটি টুইটে দাবি করেছেন লিকার ব্যারন মালিয়া।
ভারতের বিভিন্ন ব্যাঙ্ক থেকে প্রায় ৯ হাজার কোটি টাকা ঋণ নিয়ে শোধ করেননি বিজয় মালিয়া। ২০১৬ সাল থেকেই তিনি পলাতক। শিল্পপতি বিজয় মালিয়াকে অর্থনৈতিক অপরাধী হিসেবে তকমা দেওয়ার জন্য আদালতে আবেদন করেছে এনফর্সমেন্ট ডিরেক্টরেট। গত মাসেই ইডির দায়ের করা মামলার উপর স্থিগিতাদেশ চেয়েছিলেন মালিয়া। আপাতত আবেদনের উপর শুনানি আপাতত মুলতুবি রয়েছে। হোলির পর সেই মামলার উপর শুনানি হওয়ার কথা ছিল। ব্রিটেনের এক আদালতে মালিয়ার রত্যর্পণ মামলা চলছে।
Read the full story in English