Advertisment

Ram Mandir event: প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে ব্রাত্য বিজেপি সাংসদ, জুটল দলিত বিরোধী তকমা

মন্দির প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের আগে অনুষ্ঠানে অংশ নিতে বাঁধা দেওয়া হল বিজেপি সাংসদ প্রতাপ সিমহাকে। জুটল দলিত বিরোধী তকমাও।

author-image
IE Bangla Web Desk
New Update
pratap simha forced out

প্রতাপ সিমহা, যিনি লোকসভায় মাইসুরু-কোদাগু প্রতিনিধিত্ব করেন, তিনি ঘটনাস্থলে পৌঁছানোর সাথে সাথে গ্রামবাসীরা তাকে চলে যেতে বলেছিলেন। (ছবি: ভিডিও থেকে স্ক্রিনগ্র্যাব)

মন্দির প্রাণ প্রতিষ্টা অনুষ্ঠানের আগে অনুষ্ঠানে অংশ নিতে বাঁধা দেওয়া হল বিজেপি সাংসদ প্রতাপ সিমহাকে। জুটল দলিত বিরোধী তকমাও। সোমবার কর্ণাটকের মাইসোরে গ্রামবাসীদের রোষের মুখে পড়েন তিনি।

Advertisment

অযোধ্যায় রাম মন্দির প্রাণ প্রতিষ্টা অনুষ্ঠান উপলক্ষ্যে গুজ্জেগৌদানাপুরা গ্রামে একটি মন্দিরের ভিত্তি স্থাপনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কর্ণাটকের ভাস্কর অরুণ যোগীরাজের তৈরি রাম লালার মূর্তি খোদাই করার জন্য জমিতে থাকা পাথরের খণ্ড ব্যবহার করেন, এই আনন্দে দলিত কৃষক রামদাস এইচ-রাম মন্দির নির্মাণের জন্য জমি দান করেছেন। সোমবারই ছিল তার ভিত্তি প্রস্তর অনুষ্ঠান।

প্রতাপ সিমহা ঘটনাস্থলে পৌঁছালে তাকে গ্রাম বাসীদের রোষের মুখে পড়তে হয়। অনুষ্ঠানে প্রাক্তন মন্ত্রী এসআর মহেশ এবং স্থানীয় বিধায়ক জিটি দেবগৌড়া সহ নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে গ্রামবাসীরা অনুষ্ঠানে সামিল হন। প্রাক্তন পঞ্চায়েত সদস্য সুরেশ বলেছেন, “আপনি ১০ বছরে কখনও গ্রামে আসেন নি। আমাদের কথা শুনতে চান নি। এখন রাজনীতি করতে এখানে এসেছেন। আপনি কখনই আমাদের কথা শুনতে চান নি এবং আমরা চাই না আপনি এখানে আসুন।"

আরও পড়ুন : < Ram Temple Festivities: প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন, মহাপ্রসাদ বিলি, কী কী থাকবে বাক্সে? >

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের সাথে কথা বলার সময়, রামদাসের ভাই স্বামী হারোহল্লি বলেন, 'গ্রামবাসীরা সাংসদে উপর অসন্তুষ্ট। গ্রামবাসীদের রোষের মুখে পড়ে বাধ্য হয়ে ঘটনাস্থল ছাড়তে হয় তাকে। যদিও জিটি দেবগৌড়া এবং অন্যান্য নেতারা গ্রামবাসীদের শান্ত করার চেষ্টা করেছিলেন, তবে তারা শান্ত হন নি।

Ram Temple
Advertisment