Advertisment

বিনোদ দুয়াকে অন্তর্বর্তী সুরক্ষা, দেশদ্রোহিতার মামলা চলবে, জানাল সুপ্রিম কোর্ট

বিনোদ দুয়ার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২৪ এ (দেশদ্রোহিতা) ছাড়াও আরও তিনটি ধারায় চার্জ আনা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Vinod Dua Sedition Case

বিনোদ দুয়াকে স্থানীয় বিজেপি নেতার অভিযোগের ভিত্তিতে ডেকে পাঠিয়েছে শিমলা পুলিশ

আগামী ৬ জুলাই পর্যন্ত সাংবাদিক বিনোদ দুয়ার গ্রেফতারি উপর সুরক্ষা কবচ দিল সুপ্রিম কোর্ট। বিনোদ  দুয়ার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা করেছিলেন শিমলার এক স্থানীয় বিজেপি নেতা।

Advertisment

এক বিশেষ শুনানিতে বিচারপতি ইউ ইউ ললিত, এম এম শান্তনাগৌদার ও বিনীত সারিনের বেঞ্চ তদন্তে স্থিতাবস্থা জারি করতে অস্বীকার করে। বিনোদ দুয়াকে তদন্তে যোগ দেওয়ার জন্য হিমাচল প্রদেশ পুলিশকে ২৪ ঘন্টা সময় দিতে বলা হয়েছে।

বিনোদ দুয়া তাঁর বিরুদ্ধে আনা দেশদ্রোহিতার মামলা খারিজ করার আবেদন জানানোর প্রেক্ষিতেই এই রায় দিল সুপ্রিম কোর্ট।

শিমলা পুলিশ স্থানীয় এক বিজেপি নেতার অভিযোগের ভিত্তিতে জেরা করার জন্য বিনোদ দুয়াকে ডেকে পাঠায়। এ বছর দিল্লি দাঙ্গা নিয়ে তাঁর ইউ টিউব শোয়ের ভিত্তিতে বরিষ্ঠ এই সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল ন্যাশনাল ক্যাপিটালে ও এফআইআর দায়ের হয় শিমলায়।

বিনোদ দুয়ার বিরুদ্ধে নালিশ, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ভোট পাওয়ার জন্য মৃত্যু ও সন্ত্রাসবাদী হামলাকে কাজে লাগান বলে ইউটিউব শোতে অভিযোগ করেছিলেন।

বিনোদ দুয়ার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২৪ এ (দেশদ্রোহিতা) ছাড়াও আরও তিনটি ধারায় চার্জ আনা হয়েছে। মহাসুর বিজেপি ইউনিট সভাপতি অজয় শ্যামের অভিযোগের ভিত্তিতে এই মামলা।

বৃহস্পতিবার বিনোদ দুয়াকে শিমলা পুলিশের কাছে হাজিরা দেওয়ার নোটিস পাঠানো হয়।  হিমাচল প্রদেশ পুলিশের লোক শুক্রবার সকালে বিনোদের দিল্লির বাড়িতে এই নোটিস পৌঁছে দেয়। নোটিসের উত্তরে বিনোদ দুয়া বলেছেন স্বাস্থ্য ও বয়সের কারণে এবং কোভিড জনিত ভ্রমণ ও কোয়ারান্টিন বিধির জন্য তাঁর পক্ষে কুমারসাঁই থানায় হাজিরা দেওয়া সম্ভব নয়।

বিজেপি নেতা অজয় শ্যাম অভিযোগ করেছেন ৩০ মার্চের ইউটিউব শো-তে বিনোদ দুয়া আশ্চর্য সব অভিযোগ করেছেন।

এর আগে বিজেপি মুখপাত্র নবীন কুমারের আনা এরকমই এক মামলায় তদন্তে স্থগিতাদেশ দিয়েছিল দিল্লি হাইকোর্ট। বিনোদ দুয়ার বিরুদ্ধে সে সময়ে 'দিল্লি দাঙ্গার ভুল রিপোর্টিং', জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার বিজেপপি যোগদানের সময়ে 'মিথ্যা প্রেক্ষিতে রিপোর্টিং'  ও 'ব্যাপম কেলেংকারি' নিয়ে তাঁর মন্তব্যের জন্য অভিযোগ দায়ের করা হয়।

supreme court Sedition
Advertisment