New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/11/snowfall-kashmir_759_twt.jpg)
ভাইরাল হওয়া সেই ভিডিওর একটি দৃশ্য। ছবি: টুইটার/ ইন্ডিয়ান এক্সপ্রেস
চলতি মাসের ৩ তারিখ মরসুমের প্রথম তুষারপাতের সাক্ষী হয়েছে কাশ্মীর। যে তুষারপাতে উপত্যকায় বেড়াতে আসা পর্যটকদের আনন্দ দ্বিগুণ হয়েছে ঠিকই, কিন্তু সে রাজ্যে কৃষকদের বিশাল অঙ্কের টাকার লোকসান হয়েছে।
ভাইরাল হওয়া সেই ভিডিওর একটি দৃশ্য। ছবি: টুইটার/ ইন্ডিয়ান এক্সপ্রেস
মাথার ঘাম পায়ে ফেলে খেটে সাধের ফসল ফলিয়েছিলেন ওঁরা। কিন্তু প্রকৃতির অভিশাপে যেন সব ছারখার হয়ে গেল। সাধের ফসল যেন সাদা ধবধবে বরফের তলায় সমাধিস্থ হল। বরফের তলায় চাপা পড়ে নষ্ট হওয়া সেই ফসলকে আঁকড়ে ধরে হা-হুতাশ করছেন ভূ-স্বর্গের কৃষকরা। ফলসহ নানান ফসল ঢেকেছে বরফের চাদরে। যার জেরে মাথায় হাত পড়েছে উপত্যকার কৃষকদের। দিন-রাত এক করে খেটে ফলানো সেই ফসলের অকালপ্রয়াণে এক কৃষকের করুণ দশাই উঠে এল সোশাল দুনিয়ায়।
Heart wrenching video from Kashmir. A young farmer is seen grieving loss of his crop. Inconsolable he is seen uncovering ripe apples & branches of trees buried under mounds of snow. Kisan Tehreek (affiliated to AIKS) estimates losses of over 1000 crores. Compensate farmers! pic.twitter.com/A31PShD2Ni
— AIKS (@KisanSabha) November 5, 2018
যেদিকে চোখ যায়, শুধুই বরফ আর বরফ। আকাশ ভেঙে টুকরো টুকরো সাদা বরফ পড়ছে তখনও। ভিলেনরূপী সাদা বরফ সেইসব ফসলকে নিমেষে নষ্ট করে দিয়েছে। আর এক কৃষক মাথায় তুষারপাত নিয়েই বরফ সরিয়ে নিজের ফসল বের করার চেষ্টা করছেন। যা দেখে এই দীপাবলিতে মন খারাপ করেছে নেটিজেনদের। অনেকেই দুর্দশাগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার কথা তুলেছেন।
আরও পড়ুন: সবার আড়ালে জঙ্গলের নিঃশ্বাস, ভাইরাল হল সেই দৃশ্য
This while we shall burn crackers into the air tomorrow and day after worth crores...really my heart goes out to them https://t.co/NpLPwMAkUN
— Timeless (@dassangramrkl) November 5, 2018
Compensate. https://t.co/wgv9HrU5V7
— Sagrika Kissu (@SagrikaKissu) November 5, 2018
চলতি মাসের ৩ তারিখ মরসুমের প্রথম তুষারপাতের সাক্ষী হয়েছে কাশ্মীর। যে তুষারপাতে উপত্যকায় বেড়াতে আসা পর্যটকদের আনন্দ দ্বিগুণ হয়েছে ঠিকই, কিন্তু সে রাজ্যে কৃষকদের বিশাল অঙ্কের টাকার লোকসান হয়েছে। অল ইন্ডিয়া কিষান সভা, যা কিনা দেশের কৃষদের সবথেকে বড় সংগঠন, দাবি করেছে যে তুষারপাতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ওই সংগঠনের তরফেই ওই ভিডিও শেয়ার করা হয় সোশাল মিডিয়ায়। ৫০০ কোটিরও বেশি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কাশ্মীর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শেখ আশিক আহমেদ।
Read the full story in English