New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/cats-29.jpg)
গোটা ঘটনাটি ফ্লাইটের এক যাত্রী রেকর্ড করে পরে তা ভাইরাল হয়।
মাঝ আকাশে মেয়ের সঙ্গে আশালীন আচরণ, মেজাজ হারালেন বাবা। তুমুল বচসা বিমানেই। আর এই ভিডিও তোলপাড় ফেলেছে সোশ্যাল মিডিয়ায়।
গত কয়েকদিন ধরে বিমানের ভিতর এমন অনেক অনভিপ্রেত ঘটনা প্রকাশ্যে এসেছে। প্রশ্ন উঠেছে যাত্রীদের আচরণ নিয়েও। গত কয়েক মাসে মাঝ আকাশে বিমানের বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে স্তম্ভিত সকলেই। সম্প্রতি একটি নতুন ভিডিও ভাইরাল হচ্ছে। পুরো বিষয়টি ভিস্তারা ফ্লাইটের। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে, যাতে একজন ব্যক্তিকে বিমানের ভিতর চিৎকার করতে দেখা যাচ্ছে।
Mid-air brawl: 2 pax 22a man & 23a girl; she ws eating her meal & started pushing 22a seat by her legs, 22a pax ws sleeping & woke up & said don't u hav manners etc. So her parents got offended & started shouting aggressively, willing to beat him; crew called th captain (vistara) pic.twitter.com/tKUnqAqRed
— Men's Rights Professionals® (@MensRightsBlitz) June 30, 2023
একই সময়ে, বিমানে উপস্থিত ফ্লাইট অ্যাটেনডেন্টকে ওই ব্যক্তিকে শান্ত করতে দেখা যায়। প্রকৃতপক্ষে, এই ভিডিওতে যে ব্যক্তি চিৎকার করছেন তিনিই মেয়ের বাবা, মেয়েকে অনুপযুক্তভাবে স্পর্শ করার অভিযোগ উঠেছে বিমানের অপর এক যাত্রীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল হট্টগোল শুরু হয় মাঝআকাশেই।
ভিডিওতে দেখা যাচ্ছে, মেয়েটির বাবা এবং অভিযুক্ত ওই ব্যক্তির মধ্যে তুলকালাম শুরু হয়। ফ্লাইট অ্যাটেনডেন্টকে ভিডিওতে দুই ব্যক্তির মধ্যে হস্তক্ষেপ করতে দেখা যায়। যদিও ফ্লাইট অ্যাটেনডেন্ট দুজনকে শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। গোটা ঘটনাটি ফ্লাইটের এক যাত্রী রেকর্ড করেন এবং তা পরে ভাইরাল হয়।