Amazon, Flipkart virtual grocery stores: এ দেশে প্রথম পাতাল রেল ছুটিয়ে নজির করেছিল কলকাতা। সেই পাতাল রেলের দৌলতেই আবারও এ দেশে নজির গড়তে চলেছে কলকাতা। হ্যাঁ, দেশের প্রথম কোনও মেট্রো স্টেশনে চালু হতে পারে ভার্চুয়াল গ্রসারি স্টোর। এজন্য ফ্লিপকার্ট, অ্যামাজনের মতো সংস্থার সাহায্য নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।
কিছুদিন আগেই কলকাতা মেট্রোর আর্থিক অবস্থা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়। ১০০ টাকা রোজগার করতে গেলে ২৬৮ টাকা খরচ করতে হচ্ছে বলে জানিয়েছিলেন তিনি। মেট্রোর আয় বাড়াতে নন ফেয়ার রেভিনিউর উপর জোর দেওয়ার কথাও জানিয়েছিলেন তিনি। নন ফেয়ার রেভিনিউর অংশ হিসেবেই মেট্রো স্টেশনে ভার্চুয়াল গ্রসারি স্টোর বসানোর ভাবনা বলে মনে করা হচ্ছে।
মেট্রোর নন ফেয়ার রেভিনিউ-র উপর জোর দেওয়ার প্রসঙ্গে মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছিলেন, তাঁরা আইআইএম জোকার পরামর্শ নিচ্ছেন। সেই মোতাবেক আইআইএম পড়ুয়াদের মারফৎ জানা গিয়েছে যে, তাঁরা মেট্রোয় ভার্চুয়াল গ্রসারি স্টোরের কথা ভাবছেন।
সূত্র মারফৎ জানা গিয়েছে যে, মেট্রোর দেওয়ালে জিজিটাল বিলবোর্ডস বসানো হবে, যেখানে যে জিনিস কিনতে চাইবেন যাত্রীরা, তার ছবির সঙ্গে কিউআর কোড দেওয়া থাকবে। কোডটি স্ক্যান করে প্রয়োজনীয় জিনিস অর্ডার দিতে পারবেন তাঁরা। এজন্য স্থানীয় দোকানগুলোর সঙ্গে ই-কমার্স কোম্পানিগুলোর গাঁটছড়া বাঁধতে হবে বলেও আইআইএম-এর তরফে জানানো হয়েছে। সূত্র মারফৎ জানা গিয়েছে, আইআইএম পড়ুয়াদের ২০টি দল বিভিন্ন মেট্রো স্টেশনে এ নিয়ে রীতিমতো খতিয়ে দেখেছে।
আরও পড়ুন, আয় বাড়াতে মেট্রো স্টেশনে খাবারের স্টল, ওষুধের দোকান?
মেট্রোর আয় বাড়াতে স্টেশনে আরও খাবারের স্টল, ওষুধের দোকান, এটিএম বসানোর পরামর্শ আইআইএম-এর তরফে দেওয়া হয়েছিল বলে আগেই ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে জানিয়েছিলেন মুখ্য জনসংযোগ আধিকারিক।