/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/08/crane-collapse.jpg)
হিন্দুস্থান শিপইয়ার্ডে দুর্ঘটনা।
ভয়াবহ দুর্ঘটনা। বিশাখাপত্তনমের হিন্দুস্থান শিপইয়ার্ডে ক্রেন চাপা পড়ে মৃত ১১ জন। পুলিশ কমিশনার আরকে মিনা জানিয়েছেন যে, শিপইয়ার্ডে শনিবার ৭৫ টনের বিশালাকার ক্রেনটির মেরামতির কাজ চলছিল। অফিসার ও ওপরেটররা ক্রেনটি পর্যবেক্ষণের সময়ই দুপুর সাড়ে ১২টা নাগাদ সেটি ভেঙে পড়ে যায়। সুবিশাল ক্রেনের নীচে চাপা পড়ে প্রাণ হারান ১১ জন। তবে দুর্ঘটনায় কেউ আহত হয়নি বলেই দাবি সংস্থান আধিকারিকদের।
JUST IN: At least 10 persons were crushed to death when a giant crane collapsed at Hindustan Shipyard limited at Visakhapatnam. More on https://t.co/X6u8VmjtSE | @SreeniExpresspic.twitter.com/eO728JvjRI
— The Indian Express (@IndianExpress) August 1, 2020
জেলাশাসক বিনয় চাঁদ জানিয়েছেন যে, নিহতদের মধ্যে ৪ জন এইচসিএল-এর কর্মী ও বাকিরা চুক্তিকারী সংস্থায় কাজ করতেন।
বিশাখাপত্তনমের হিন্দুস্থান শিপইয়ার্ডে এই প্রথম এতবড় দুর্ঘটনা ঘটল। টিভি সম্প্রচারে দেখা যাচ্ছে যে, ৭৫ টন ওজনের ক্রেনটি ভেঙে মাটিতে পড়ার সময় বিকট শব্দ হয়।
দুর্ঘটনায় কারোর গাফিলতি রয়েছে কিনা তা খতিয়ে দেখতে সরকার ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে। এইচসিএল কর্তপক্ষও পৃথকবাবে তদন্ত করবে।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন