Advertisment

Vistara Airlines: পাইলট সংকটে Vistara, ২০-২৫ বিমান কম চালাবে সংস্থা, গুনতে হবে বাড়তি মাসুল?

ভিস্তারা এয়ারলাইন্স আশা করছে মে মাসের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

author-image
IE Bangla Web Desk
New Update
Vistara, Vistara issue, Vistara delays, Vistara pilots, Vistara protests, Vistara cancellation, Vistara flights,flight price hike, Vistara flight cancellation, Tata Vistara, Air India, DGCA, Vistara prices,

2024 সালের জন্য ভারতীয় এয়ারলাইন্সের গ্রীষ্মকালীন সময়সূচীতে, পূর্ববর্তী শীতকালীন সময়সূচী এবং গত বছরের গ্রীষ্মকালীন সময়সূচীর তুলনায় অনুমোদিত অভ্যন্তরীণ ফ্লাইটের বৃদ্ধির ক্ষেত্রে ভিস্তারা শীর্ষ বাহকদের মধ্যে ছিল।

টাটা গ্রুপের বিমান সংস্থা ভিস্তারা বেশ কিছুদিন ধরেই সমস্যায় পড়েছে। এখন এই সংকট কাটিয়ে উঠতে, কোম্পানিটি এই পুরো মাসে তাদের বিমানের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। সংকটের মধ্যে মোট বিমানের ১০ শতাংশ বা দিনে প্রায় ২৫-৩০টি বিমান বাতিল করতে বাধ্য হয়েছে সংস্থা। সংস্থার এই পদক্ষেপে ভিস্তারার সংকট কিছুটা কমলেও যাত্রীদের সমস্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ভিস্তারা ফ্লাইট হ্রাসের কারণে, বিমান ভ্রমণ ব্যয়বহুল হওয়ার আশঙ্কা রয়েছে।

Advertisment

গত সপ্তাহে, পাইলটদের পদত্যাগ এবং ছুটির কারণে উদ্ভূত সংকটের কারণে ভিস্তারার অসংখ্য ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছিল। গত সপ্তাহে, প্রথম ৩ দিনে ১৫০ টিরও বেশি ভিস্তারা বিমান বাতিল করা হয়েছে। পাইলট এবং ক্রু মেম্বারদের বেতন কাঠামো পরিবর্তন করেছে ভিস্তারা। পাইলটদের একাংশ এর বিরোধিতা করছেন। এর প্রতিবাদে গত কয়েকদিন ধরে অসুস্থ থাকার খবর জানিয়ে ছুটি নিয়েছেন বেশ কিছু পাইলট। এ কারণে অনেক ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় প্রতিষ্ঠানটিকে ।

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে পুরো এপ্রিলের জন্য ভিস্তারার ১০ শতাংশ ফ্লাইট বাতিল হলে বিমান ভাড়ার উপর প্রভাব পড়বে। যেসব রুটে ফ্লাইট বাতিল করা হবে, সেগুলো ব্যয়বহুল হতে পারে। যে সমস্ত রুটে ভিস্তারা ফ্লাইটগুলি বেশি চলাচল করে সেই রুটে এর প্রভাব বেশি হবে৷ দিল্লি-মুম্বই রুটে প্রতিদিন সংস্থার ১৮টি বিমান যাতায়াত করে। এই রুটে একটানা কিছু ফ্লাইট বাতিল হলে ভাড়া বাড়তে পারে।
জানা যাচ্ছে দিল্লি-গোয়া, দিল্লি-কোচি, দিল্লি-জম্মু এবং দিল্লি-শ্রীনগরের মতো মূল রুটগুলিতে ভাড়া প্রায় ২০-২৫ শতাংশ বাড়ার সম্ভাবনা রয়েছে। ভিস্তারা এয়ারলাইন্স আশা করছে মে মাসের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

flight airlines
Advertisment