ভাইজাগে গ্য়াস লিক করে ভয়াবহ দুর্ঘটনার প্রতিবাদে এলজি পলিমার্স কারখানার বাইরে বিক্ষোভে গর্জে উঠলেন স্থানীয়দের একাংশ। অবিলম্বে কারখানা বন্ধ বা অন্য়ত্র সরানোর দাবি জানিয়ে তাঁরা বিক্ষোভ দেখান। বিষাক্ত গ্য়াসে মৃত তিনজনের দেহ রেখে প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্য়বস্থা নেওয়ার আশ্বাস দেন মন্ত্রী শ্রীনিবাস রাও। তারপরই বিক্ষোভ থেকে পিছু হঠেন গ্রামবাসীরা।
উল্লেখ্য়, ২ দিন আগে ভোররাতে বিশাখাপত্তনমের এলজি পলিমার্স কারখানা থেকে গ্য়াস লিক করে দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ১১ জনের মৃ্ত্য়ু হয়েছে।
আরও পড়ুন: ‘করোনা নিয়ে অধিকাংশ ভুয়ো খবর ছড়ানো হয়েছে ভিডিওতে’, মিলল চাঞ্চল্য়কর তথ্য়
অন্ধ্রপ্রদেশের ডিজিপি ডি গৌতম সাওয়াং জানান, গ্য়াস লিক বন্ধ করতে কারখানার মধ্য়ে ছিলেন এনডিআরএফ ও অন্য় আধিকারিকরা। সে সময়ই বিক্ষোভ শুরু হয়। তিনি বলেন, ''গ্য়াস লিক বন্ধ করা গিয়েছে। পরিস্থিতি এখন আয়ত্তে এসেছে''।
আরও পড়ুন: ভাইজাগ গ্যাস লিককাণ্ডে এলজি পলিমার্সকে ৫০ কোটির জরিমানা, কেন্দ্রকে নোটিস জাতীয় পরিবেশ আদালতের
এদিকে, গ্য়াস লিকের ঘটনার পর কারখানা সংলগ্ন ৫টি গ্রামের বাসিন্দাদের অস্থায়ী শিবিরে রাখা হয় ৪৮ ঘণ্টার জন্য়। ডিজিপি জানিয়েছেন, ১-২ দিনের মধ্য়েই তদন্ত কমিটি বিশেষজ্ঞদের সঙ্গে দেখা করে তদন্ত শুরু করবে। অন্য়দিকে, গ্য়াস লিকের ঘটনায় দুঃখপ্রকাশ করে এক বিবৃতি পেশ করেছে এলজি পলিমার্স। গ্য়াস লিকে ৫০ জনেরও বেশি অসুস্থকে হাসপাতাল থেকে এদিন ছাড়া হয়েছে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন