scorecardresearch

বড় খবর

ভাইজাগ গ্যাস লিককাণ্ডে এলজি পলিমার্সকে ৫০ কোটির জরিমানা, কেন্দ্রকে নোটিস জাতীয় পরিবেশ আদালতের

এ ঘটনায় কেন্দ্রের থেকে জবাব তলব করেছে আদালত।

ভাইজাগ গ্যাস লিককাণ্ডে এলজি পলিমার্সকে ৫০ কোটির জরিমানা, কেন্দ্রকে নোটিস জাতীয় পরিবেশ আদালতের
ছবি- টুইটার

ভাইজাগে গ্য়াস লিকের ঘটনায় কড়া পদক্ষেপের পথে হাঁটল জাতীয় পরিবেশ আদালত (ন্য়াশনাল গ্রিন ট্রাইব্য়ুনাল)। এলজি পলিমার্স ইন্ডিয়াকে অন্তর্তীকালীন জরিমানা হিসেবে ৫০ কোটি টাকা দিতে শুক্রবার নির্দেশ দিয়েছে পরিবেশ আদালত। পাশাপাশি এ ঘটনায় কেন্দ্রের থেকে জবাব তলব করেছে আদালত। উল্লেখ্য়, বৃহস্পতিবার ভোররাতে বিশাখাপত্তনমে গ্য়াস লিক করে দুর্ঘটনায় ১১ জনের মৃত্য়ু হয়েছে।

গ্য়াস লিকের ঘটনায় এলজি পরিমার্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের পাশাপাশি পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রক, অন্ধ্রপ্রদেশ স্টেট পিসিবি, বিশাখাপত্তনমের জেলাশাসক, কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকেও নোটিস দিয়েছেন গ্রিন ট্রাইব্য়ুনালের চেয়ারপার্সন আদর্শ কুমার গোয়েল। এ ঘটনার রিপোর্ট তলব করেছে জাতীয় পরিবেশ আদালত।

আরও পড়ুন: অন্ধ্রপ্রদেশের গ্যাস লিক, কী এই স্টাইরিন গ্যাস? 

অন্য়দিকে, গ্য়াস লিকের ঘটনায় তদন্ত করতে গ্রিন ট্রাইব্য়ুনালের চেয়ারপার্সন বিচারপতি আদর্শ কুমার গোয়েলের নেতৃত্বে ৫ সদস্য়ের কমিটি তৈরি করা হয়েছে। আগামী ১৮ মে-র মধ্য়ে ঘটনার তদন্তের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

বিভিন্ন সংবাদমাধ্য়মের রিপোর্টের ভিত্তিতে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে জাতীয় পরিবেশ আদালত। বৃহস্পতিবার ভোররাত ৩টে ৪৫ মিনিট নাগাদ বিশাখাপত্তনমের ভেঙ্কটপুরম গ্রামে স্টায়রিন গ্য়াস লিক করে। এ ঘটনায় ১১ জনের মৃত্য়ু হয়েছে। একশো জনেরও বেশি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসাপাতালে চিকিৎসাধীনদের মধ্য়ে ২৫ জনের অবস্থা সংকটজনক। দক্ষিণ কোরিয়ার সংস্থা এলজি পরিমার্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড থেকে গ্য়াস লিক করে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Vizag gas leak ngt slaps interim penalty of rs 50 cr on lg polymers india