Advertisment

Pakistan Elections 2024: পাকিস্তানে নির্বাচন, বন্ধ মোবাইল-ইন্টারনেট পরিষেবা, জেলে বসেই ভোট দিলেন ইমরান খান

পাকিস্তানে আজ সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টায় (ভারতীয় সময় অনুযায়ী ৮.৩০ মিনিট) ভোটগ্রহণ শুরু হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Pakistan Elections 2024

পাকিস্তানে আজ সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টায় (ভারতীয় সময় অনুযায়ী ৮.৩০ মিনিট) ভোটগ্রহণ শুরু হয়েছে।

পাকিস্তান নির্বাচন: পাকিস্তানে সাধারণ নির্বাচনের জন্য ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল সাড়ে ৮টা থেকে। অর্থনৈতিক মন্দা,সন্ত্রাসবাদ- এর মত একাধিক ইস্যুকে সামনে রেখে পাকিস্তানে ১২.৫৮ কোটি ভোটার নতুন সরকার নির্বাচন করবেন। এবারের নির্বাচনে মোট ৫,১২১ জন প্রার্থী তাদের ভাগ্য নির্ধারণ করছেন। সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে দেশ জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

Advertisment

পাকিস্তানে আজ সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টায় (ভারতীয় সময় অনুযায়ী ৮.৩০ মিনিট) ভোটগ্রহণ শুরু হয়েছে। সাধারণ নির্বাচনকে সামনে রেখে দেশের একাধিক শহরে মোবাইল-ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে। পাকিস্তানে সাধারণ নির্বাচনের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে সাড়ে ৬ লাখ নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে।

বিকাল সাড়ে ৫টায় ভোটগ্রহণ শেষ হবে। এবারের নির্বাচনে ৫১২১ জন প্রার্থী তাদের ভাগ্য নির্ধারণ করবেন। এর মধ্যে ৪৮০৬ জন পুরুষ, ৩১২ জন মহিলা প্রার্থী রয়েছেন। ২ জন তৃতীয় লিঙ্গের। অর্থনৈতিক মন্দার সঙ্গে লড়াইয়ের মাঝেই পাকিস্তানে ১২.৮৫ কোটি ভোটার নতুন সরকারকে নির্বাচন করবেন। তিনটি দল পিটিআই, পিএমএন-এল ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) মধ্যে কুর্সিকে কোন দল? সবার নজর সেদিকে।

সাধারণ নির্বাচনের জন্য ৯,০৭,৬৭৫ ভোটগ্রহণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। এবারের নির্বাচনে নওয়াজ শরিফ চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন। একই সঙ্গে পিপিপি থেকে প্রধানমন্ত্রী পদের মুখ বিলাওয়াল ভুট্টো-জারদারি। কারাবন্দী ইমরান খান আদৌ নওয়াজ শরিফকে হারাতে পারবেন? তার উত্তর মিলবে মাত্র কয়েকঘন্টায়।

পাকিস্তান নির্বাচন সম্পর্কিত লাইভ আপডেট:

- কারাবন্দী ইমরান খান আদিয়ালা জেল পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন। একই সঙ্গে কারাগারে থাকা অন্যান্য বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিরাও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন। পাক বিদেশ মন্ত্রী শাহ মাহমুদ কুরেশি, পাঞ্জাবের প্রদেশের মুখ্যমন্ত্রী চৌধুরী পারভেজ এলাহি, আওয়ামী মুসলিম লীগ প্রধান শেখ রশিদ এবং প্রাক্তন তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরীও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন।

-পাকিস্তানের সাধারণ নির্বাচনকে সামনে রেখে ইসলামাবাদসহ অনেক এলাকায় মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

পাকিস্তানে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। হিংসার আশঙ্কায় সাড়ে ৬ লাখ নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। বুধবার দু'টি পৃথক বিস্ফোরণে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। এই আবহে আজ বির্বাচন। গতকালকের দু'টি বিস্ফোরণের দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট।

কটি আসনে ভোট হবে?

৩৩৬ আসন বিশিষ্ট ন্যাশনাল এসেম্বলির বা সংসদের মধ্যে আজ ২৬৬ আসনে ভোটগ্রহণ হচ্ছে। ম্যাজিক ফিগার ১৬৯ । ৬০ টি আসন মহিলাদের জন্য এবং ১০ টি আসন অ-মুসলিম সম্প্রদায়ের জন্য সংরক্ষিত। পাঞ্জাব প্রদেশে সর্বোচ্চ ১৪১ টি আসন, সিন্ধুতে ৬১টি আসন, বেলুচিস্তানে ১৬টি আসন এবং ইসলামাবাদে তিনটি আসন রয়েছে।

ভোট কেন্দ্রের সংখ্যা কত?

এই নির্বাচনে ১২.৮৫ কোটির বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর জন্য পাকিস্তানের নির্বাচন কমিশন সারা দেশে ৯,০৭,৬৭৫টি ভোটগ্রহণ কেন্দ্র স্থাপন করেছে।

জেল থেকে নির্বাচনী লড়াইয়ে ইমরান খান

পিটিআই প্রধান ও দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে কারাবন্দী। কারাগার থেকেই নির্বাচনী লড়াইয়ে নেমেছেন তিনি। গত বছরের সেপ্টেম্বর থেকে তিনি একটানা কারাগারে রয়েছেন। ইমরান খানের বিরুদ্ধে অনেক মামলা রয়েছে। অন্যদিকে তিনবার পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছেন নওয়াজ শরিফ। চার বছর নির্বাসন কাটিয়ে গত বছর লন্ডন থেকে পাকিস্তানে ফিরেছেন তিনি। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। আগের সরকার চালাতেন তার ছোট ভাই শাহবাজ শরীফ।

নওয়াজ চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হবেন, দাবি শাহবাজ-এর

সাধারণ নির্বাচনের আগে নওয়াজ শরিফকে নিয়ে বড় দাবি করেছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেন, যদি তার দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তাহলে বড় ভাই নওয়াজ শরিফ পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন। প্রাক্তন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এর সভাপতিও।

pakistan Election
Advertisment