আবারও এনসিবির মুম্বই জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে তোপ দাগলেন মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক। এবার মন্ত্রীর অভিযোগ, শাহরুখ পুত্র আরিয়ান খানকে অপহরণের ছক কষা হয়েছিল, যার আন্যতম চক্রী এই দুঁদে তদন্তকারী।
ওয়াংখেড়ের বিরুদ্ধে সর্বশেষ অভিযোগে নবাব মালিক জানিয়েছিলেন যে, অর্থ আদায়ের চেষ্টার এনসিবি তদন্তকারী ও বিজেপি নেতা মোহিত কম্বোজ আরিয়ান খানকে অপহরণের পরিকল্পনা করেছিলো। সংবাদ সংস্থা এনআইএরর প্রতিবেদন অনুযায়ী, মহারাষ্ট্রের মন্ত্রীর দাবি ছিল যে, 'আরিয়ান খান ক্রজ পার্টির টিকিট কেনেননি, বিষয়টি অপহরণ এবং মুক্তিপণের।' মালিক বলেছিলেন, 'ক্রুজে আরিয়ান খানের মতো মানুষদের প্রলুব্ধ করার জন্য এবং পরবর্তীকালে তাদের মাদকের মামলায় ফাঁসানোর জন্য একদল লোকের দ্বারা ষড়যন্ত্র হয়েছিল।'
মন্ত্রীর দাবি, 'মোহিত কাম্বোজ এবং সমীর ওয়াংখেড়ে ওশিওয়ারা কবরস্থানের বাইরে ৭ অক্টোবর দেখা করেছিলেন। এরপর ওয়াংখেড়ে আতঙ্কিত হয়ে পড়েন এবং পুলিশের কাছে অভিযোগ করেছিলেন যে তাঁদের তাড়া করা হচ্ছে। তারা ভাগ্যবান যে কাছাকাছি কোনও সিসিটিভি কাজ করছিল না এবং আমরা ওই সময়কার কোনও ফিড পাইনি।'
শুক্রবার, কর্ডেলিয়া ড্রাগ সহ নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো ছয়টি মামলা হস্তান্তর করেছে। কর্ডেলিয়া মামলাতেই আরিয়ান খানকে গ্রেফতার করা হয়েছিল। মাদক মামলায় গত মাসের ৩ তারিখ মুম্বই থেকে গোয়াগামী একটি ক্রুজে আরিয়ান খানকে গ্রেফতার করে এনসিবি। এরপরই এনসিবির তদন্ত ও তদন্তকারী অফিসার সমীর ওয়াংখেড়েকে নিয়ে নান প্রশ্ন তুলেছে মহারাষ্ট্র মন্ত্রী নবাব মালিক।
পাল্টা ওয়াংখেড়ের দাবি, মাদক মামলায় আগে মন্ত্রীর জামাইকে গ্রেফতারের জন্যই তাঁকে নিশানা করেছেন মবাব মালিক। কিন্তু থামাননি মালিক। উল্টে আরও সুর চড়িয়েছেন মন্ত্রী।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন