Advertisment

Bangladesh election: 'গণতন্ত্র ছাড়া উন্নয়ন অসম্ভব, ক্ষমতায় ফিরে আসা প্রায় নিশ্চিত', বিবৃতি শেখ হাসিনার

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করেছে এবং দেশে গণতন্ত্র যাতে অব্যাহত থাকে তা নিশ্চিত করতে চায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Bangladesh election"," Bangladesh general election"," Bangladesh polls"," Bangladesh PM"," Sheikh Hasina"," democracy in Bangladesh"," Dhaka"," world news"," latest news

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করেছে এবং দেশে গণতন্ত্র যাতে অব্যাহত থাকে তা নিশ্চিত করতে চায়।

'গণতন্ত্রের ধারাকে অব্যাহত রাখতে চাই': বাংলাদেশে ভোট শুরুর আগেই বিবৃতি শেখ হাসিনার।

Advertisment

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করেছে এবং দেশে গণতন্ত্র যাতে অব্যাহত থাকে তা নিশ্চিত করতে চায়। বাংলাদেশের সাধারণ নির্বাচন শুরুর সঙ্গে সঙ্গে তাঁর এই মন্তব্য সামনে আসে। যেখানে বিরোধী দলগুলি ভোট বয়কট করেছে।

রবিবার সকালে বাংলাদেশে সাধারণ নির্বাচন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে তার সরকার দেশে গণতন্ত্র অব্যাহত রাখার বিষয়টি নিশ্চিত করতে চায়। তিনি আরও বলেন, স্থিতিশীল গণতন্ত্র ছাড়া একটি দেশ কোন ভাবেই এগিয়ে যেতে পারে না।

এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেন, "আমাদের দেশ সার্বভৌম ও স্বাধীন। আমরা ছোট দেশ হতে পারি, কিন্তু আমাদের জনসংখ্যা অনেক বেশি। আমরা জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করেছি। আমি নিশ্চিত করতে চাই এ দেশে গণতন্ত্র যেন অব্যাহত থাকে।"

তিনি বলেন, "গণতন্ত্র ছাড়া উন্নয়ন সম্ভব নয়। বাংলাদেশ ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত এটি অর্জন করেছে। কারণ আমরা একটি স্থিতিশীল গণতান্ত্রিক পরিকাঠামো বজায় রাখার চেষ্টা করেছি। আপনি যদি অন্য দেশগুলোকে দেখেন, বিশেষ করে যে সকল দেশে সামরিক স্বৈরাচারঅব্যাহত রয়েছে, তারা দেশের জন্য কোনো উন্নয়ন করতে পারেনি।"

হাসিনা রবিবার ঢাকার সিটি কলেজে ভোট দেন এবং আশা প্রকাশ করেন যে জনগণ তার দল আওয়ামী লীগকে বিপুল সংখ্যক ভোট দিয়ে ফের ক্ষমতায় ফিরিয়ে আন বে।

তিনি সাধারণ নির্বাচন বয়কট করার জন্য বিরোধী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কে আক্রমণ করে বলেছিলেন যে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। তিনি বিএনপিকে ‘সন্ত্রাসবাদী দল’ বলেও অভিহিত করেন।

তিনি বলেন, "বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না, সে কারণেই তারা নির্বাচন প্রক্রিয়াকে বিঘ্নিত করতে হিংসার আশ্রয় নিয়েছে। বাংলাদেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে," । পাশাপাশি শেখ হাসিনা বলেন, "আমি কার কাছে এই নির্বাচনের বিশ্বাসযোগ্যতা প্রমাণ করব? একটি সন্ত্রাসবাদী দলের কাছে? আমার দায়বদ্ধতা জনগণের কাছে।" তিনি আরও বলেন, এখন পর্যন্ত ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে চলছে এবং নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে বলে আশা ব্যক্ত করেন হাসিনা।

হাসিনা আরও বলেন, “বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে আমি জনগণকে বিপুল সংখ্যায় এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।” রবিবারের সাধারণ নির্বাচনের ফলাফল সামনে আসবে সোমবার।

Sheikh Hasina Election Bangladesh
Advertisment