কানাডায় এবার খুন পঞ্জাবের মাফিয়া সুখদুল সিং গিল ওরফে সুখা দুনে। কানাডায় খলিস্তানি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল এই গ্যাংস্টার। কানাডার উইনিপেগে অজ্ঞাতপরিচয় হামলাকারীদের গুলিতে ঝাঁঝরা হয়ে মৃত্যু হয় সুখা দুনের। পাঞ্জাবে তোলাবাজি, খুনের চেষ্টা ও খুনের মামলায় দুনে মোস্ট ওয়ান্টেড ছিল।
পঞ্জাবের পুলিশ আধিকারিকদের মতে, দুনে ২০১৭ সালে কানাডায় পালিয়ে গিয়েছিল। তখন থেকেই একটি কানাডায় বসেই তোলাবাজির একটি চক্র চালাচ্ছিল সে। এমনকী সন্ত্রাসমূল কাজেও দুনে জড়িত ছিল। মঙ্গলবার NIA সন্ত্রাসী কার্যকলাপে যুক্ত এমন ৪০ জনের একটি তালিকা প্রকাশ করে। সেই তালিকাতেও নাম ছিল দুনের।
বামবিহা গ্যাংয়ের হয়ে দুনে কাজ করছিল বলে অভিযোগ। লরেন্স বিষ্ণোই এবং গোল্ডি ব্রার গ্যাংয়ের সঙ্গে তার শত্রুতা ছিল। দুনে কবাডি খেলোয়াড় সন্দীপ নাগ্গাল আম্বিয়ান খুনেও অভিযুক্ত ঠিল। সন্দীপ ২০২২ সালের মার্চে পঞ্জাবের মালিয়ান গ্রামে একটি কবাডি ম্যাচ চলাকালীন গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন। অমৃতসরে এক আত্মীয়ের বাড়িতে দুনে খুনিদের আস্তানা দিয়েছিল বলে অভিযোগ উঠেছে।
আরও পড়ুন- কানাডার পাশে আমেরিকা-অস্ট্রেলিয়া! অভিযোগকে কেন্দ্র করে বিশ্বব্যাপী চ্যালেঞ্জের মুখে ভারত
গত বছরের জুনে, দুনেকে পাসপোর্ট পেতে সহায়তা করার অভিযোগে দুই পাঞ্জাব পুলিশ কর্মীর বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছিল। পাঞ্জাব পুলিশের অ্যান্টি-গ্যাংস্টার টাস্ক ফোর্সের (এজিটিএফ) নির্দেশে এফআইআরটি নথিভুক্ত করা হয়েছিল।
তদন্তে উঠে আসে যে ২০১৭ সালে দুনে যখন পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন, তখন তার পুলিশ যাচাইকরণ রিপোর্ট এবং অপরাধমূলক ইতিহাস জমা দেওয়া দুই পুলিশকর্মী তাদের দায়িত্বে অবহেলা করেছিলেন। তার বিরুদ্ধে নথিভুক্ত সমস্ত মামলার রিপোর্ট করা হয়নি।
এফআইআর-এর বিশদ বিবরণ অনুযায়ী, অ্যান্টি-গ্যাংস্টার টাস্ক ফোর্স ২০২২ সালের ১১ জুন মোগা পুলিশকে চিঠিতে লিখেছিল, "নির্ভরযোগ্য ইনপুট অনুযায়ী সুখদুর সিং গিল পুলিশের অবহেলার কারণে ভারতীয় পাসপোর্ট পেয়ে যায়। গিল এবং ওই পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা দায়ের করা দরকার।"